‘বাধ ভেঙ্গে দাও...’ স্লোগানে সারাদেশের দেড় শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তার হাতে সাহসিকা সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর নূরুন নাহার।

এবছর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ক্যাটাগরিতে ড.

আফরোজা পারভীন (নারী উন্নয়ন শক্তি), প্রযুক্তি ও উন্নয়ন ক্যাটাগরিতে নিশাদ নার্গিস (নকিব টেকনোলজি), ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটাগরিতে অভিনেত্রী রিচি সোলাইমান (ইটারনাল বিউটি লাউঞ্জ), টেকসই পণ্য ক্যাটাগরিতে মাকসুদা খাতুন (শাবাব লেদার), শিশুশিক্ষা ক্যাটাগরিতে ঈশিতা জাহাঙ্গীর (কারুপীঠ পাপেট), গৃহপণ্য ক্যটাগরিতে জেবিন সুলতানা (জারা ফ্যাশন), ঐতিহ্যপণ্য ক্যাটাগরিতে নিগার সুলতানা (আরুবাস কালার বুটিস) এবং পর্যটন ও বিনোদন ক্যাটাগরিতে ফাতিমা সুলতানা উর্মি (ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, খুলনা) সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা লাভ করেন। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নূরুন নাহার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেও হাতে সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. আমজাদ হোসেন খান ও ইনস্টিটিউট অব ব্যাংকার বাংলাদেশ এর মহাসচিব মিস লাইলা বিলকিস আরা। এছাড়া যমুনা ব্যাংক পিএলসি হেড অব এসএমই এনএইচএন নুসরাত, বিকাশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ সেন গুপ্ত, দ্য সিটি ব্যাংক পিএলসি সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ওমেন ব্যাংকিং ব্রাঞ্চ হেড ফারহানা আক্তার পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা। করোনার ক্রান্তিকালে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করে বিগত কয়েক বছরে সাহসিকা একটি অনবদ্য উদ্যোগে পরিণত হয়েছে সাহসিকা এবং সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেন অতিথিরা। এর আগে ফান্ডিং অ্যান্ড ফিটনেস ফর ফিমেল শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। শিমুল মজলিশের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে অংশ নেন যমুনা ব্যাংকের এসএমই বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রমাকান্ত দাস, পুষ্টিবিদ ইসরাত জাহান এবং অভিনেত্রী এবং নারী উন্নয়ন শক্তি এর নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। এসময় নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা, মনোবল বৃদ্ধি ও সাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনার পাশাপাশি বক্তারা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নারী উদ্যোক্তাদের জন্য 'নেটওয়ার্কিং অ্যান্ড এআই অ্যাপ্লিকেশন ইন বিজনেস' বিষয়ে একটি কর্মশালা পরিচালনা করেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফারিদুজ্জামান স্বাধীন। স্বপ্নশীলন ক্যারিয়ার কেয়ারের উদ্যোগে তৃতীয়বারের মতো এ আয়োজনে সহযোগী ছিল দ্য সিটি ব্যাংক, বিকাশ, লংকা বাংলা ফাইন্যান্স, যমুনা ও মেমোরিস।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লার মুরাদনগর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আসিফ মাহমুদের পক্ষের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা সদরের আল্লাহ চত্বরে ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন।  সমাবেশ লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে কয়েকটি ইট, পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উপদেষ্টা আসিফ মাহমুদের ১০ থেকে ১৫ জন সমর্থক আহত হন, তাদের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন।

আরো পড়ুন:

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে: তারেক রহমান

মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। মিছিল নিয়ে আসার পর শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিতে থাকে। আমাদের অনেক সমর্থক আহত হন।”

হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির মুরাদনগর উপজেলার আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, “তারা হামলা করার পর আমাদের ছেলেরা প্রতিরোধ করেছে।”

কুমিল্লার মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান জানান, আজ মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক বিনা উসকানিতে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে। 

ঢাকা/রুবেল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৮ হাজার ৫০২ কোটি টাকা
  • যশোরে সাংবাদিকের ছেলে ছুরিকাহত
  • এসএমই ফাউন্ডেশনে বিভিন্ন পদে নিয়োগ, বেতন ৩১,৬২০ থেকে ৫৪,২৫০ টাকা
  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ