‘বাধ ভেঙ্গে দাও...’ স্লোগানে সারাদেশের দেড় শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আটজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তার হাতে সাহসিকা সম্মাননা তুলে দেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর নূরুন নাহার।

এবছর প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ক্যাটাগরিতে ড.

আফরোজা পারভীন (নারী উন্নয়ন শক্তি), প্রযুক্তি ও উন্নয়ন ক্যাটাগরিতে নিশাদ নার্গিস (নকিব টেকনোলজি), ফ্যাশন ও লাইফস্টাইল ক্যাটাগরিতে অভিনেত্রী রিচি সোলাইমান (ইটারনাল বিউটি লাউঞ্জ), টেকসই পণ্য ক্যাটাগরিতে মাকসুদা খাতুন (শাবাব লেদার), শিশুশিক্ষা ক্যাটাগরিতে ঈশিতা জাহাঙ্গীর (কারুপীঠ পাপেট), গৃহপণ্য ক্যটাগরিতে জেবিন সুলতানা (জারা ফ্যাশন), ঐতিহ্যপণ্য ক্যাটাগরিতে নিগার সুলতানা (আরুবাস কালার বুটিস) এবং পর্যটন ও বিনোদন ক্যাটাগরিতে ফাতিমা সুলতানা উর্মি (ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড, খুলনা) সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা লাভ করেন। সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মাননীয় ডেপুটি গভর্নর জনাব নূরুন নাহার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেও হাতে সাহসিকা নারী উদ্যোক্তা সম্মাননা তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো. আমজাদ হোসেন খান ও ইনস্টিটিউট অব ব্যাংকার বাংলাদেশ এর মহাসচিব মিস লাইলা বিলকিস আরা। এছাড়া যমুনা ব্যাংক পিএলসি হেড অব এসএমই এনএইচএন নুসরাত, বিকাশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনিরুদ্ধ সেন গুপ্ত, দ্য সিটি ব্যাংক পিএলসি সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ওমেন ব্যাংকিং ব্রাঞ্চ হেড ফারহানা আক্তার পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখক, গবেষক ও বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক নাজমুল হুদা। করোনার ক্রান্তিকালে অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে যাত্রা শুরু করে বিগত কয়েক বছরে সাহসিকা একটি অনবদ্য উদ্যোগে পরিণত হয়েছে সাহসিকা এবং সাহসিকা-নারী উদ্যোক্তা সম্মাননা একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেন অতিথিরা। এর আগে ফান্ডিং অ্যান্ড ফিটনেস ফর ফিমেল শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। শিমুল মজলিশের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে অংশ নেন যমুনা ব্যাংকের এসএমই বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রমাকান্ত দাস, পুষ্টিবিদ ইসরাত জাহান এবং অভিনেত্রী এবং নারী উন্নয়ন শক্তি এর নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। এসময় নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সুবিধা, মনোবল বৃদ্ধি ও সাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনার পাশাপাশি বক্তারা উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নারী উদ্যোক্তাদের জন্য 'নেটওয়ার্কিং অ্যান্ড এআই অ্যাপ্লিকেশন ইন বিজনেস' বিষয়ে একটি কর্মশালা পরিচালনা করেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ফারিদুজ্জামান স্বাধীন। স্বপ্নশীলন ক্যারিয়ার কেয়ারের উদ্যোগে তৃতীয়বারের মতো এ আয়োজনে সহযোগী ছিল দ্য সিটি ব্যাংক, বিকাশ, লংকা বাংলা ফাইন্যান্স, যমুনা ও মেমোরিস।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে ব্যাটরিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড, আটক ৩

চট্টগ্রাম মহানগরীর দেওয়ান হাট এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকদের সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এসময় সেখান থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজন আটক হন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে ঘটনাটি ঘটে বলে জানান ডবলমুরিং থানার ওসি কাজী রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, রাস্তা বন্ধ করে সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। এ কারণে পুলিশ তাদের সরিয়ে দেয়।

আরো পড়ুন:

মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না: আইজিপি

দুই কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় দম্পতি গ্রেপ্তার 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’ ৭ দফা দাবি আদায়ে নগরীর দেওয়ান হাট এলাকায় সমাবেশ আয়োজন করে। পূর্বানুমতি না থাকায় পুলিশ সমাবেশ করতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করার চেষ্টা করেন পরিষদের সদস্যরা। এসময় পুলিশ তিনজনকে আটক করে। 

ওসি কাজী রফিকুল ইসলাম বলেন, “অনুমতি ছাড়াই ব্যাটারি রিকশা শ্রমিকদের ব্যানারে সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল। রাস্তা বন্ধ করে এই সমাবেশ করার কোনো অনুমতি ছিল না। ফলে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশের কাজে বাধা দিয়ে সমাবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।” 

তিনি আরো বলেন, “আটককৃতদের মধ্যে হালিশহর থানায় হওয়া একটি মামলার আসামিও আছেন। তার নাম জয়। তিনি ওই সংগঠনের আহ্বায়ক। বাকিদের বিরুদ্ধে মামলা আছে কি-না তা যাচাই বাছাই করা হচ্ছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইস্যূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন ইসূতে পানি ঘোলা করতে চায়: মাও. জব্বার
  • চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
  • রেকর্ড ১৪৩২ কোটি টাকা নিট মুনাফা অর্জন ব্র্যাক ব্যাংকের
  • রেকর্ড ১৪৩২ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক
  • মাও. রইস এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ
  • আড়াইহাজারে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ
  • চট্টগ্রামে ব্যাটরিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড, আটক ৩
  • ৭ দফা দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে ফটক সভা
  • বগুড়ার দুই শিল্পপল্লিতে এক লাখ লোকের কর্মসংস্থান