বরখাস্ত হওয়া হাজার হাজার কর্মীকে পুনর্বহালে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ আদালতের
Published: 14th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ১৯টি সংস্থা থেকে বরখাস্ত করা হাজার হাজার শিক্ষানবিশ কর্মীকে চাকরিতে পুনর্বহাল করার জন্য ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের ফেডারেল বিচারকেরা এ নির্দেশ দেন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সরকারি চাকরি থেকে গণহারে কর্মী ছাঁটাই করার যে পদক্ষেপ নেন, তারই অংশ হিসেবে এই শিক্ষানবিশ কর্মীরা চাকরি হারান।
কেন্দ্রীয় সরকারের আকার তথা খরচ ও জনবল কমিয়ে আনতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী ধনকুবের ইলন মাস্ক এক বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন। পৃথক আদালতের দেওয়া এ আদেশকে তাঁদের কর্মসূচি কার্যকর করার ক্ষেত্রে এখন পর্যন্ত আসা সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সরকারি সংস্থাগুলোকে দ্বিতীয় দফায় কর্মীদের বরখাস্ত ও বাজেট কাঁটছাট করার জন্য এদিন অর্থাৎ গতকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। আর গতকালই দুই অঙ্গরাজ্যের আদালত ওই আদেশ দিলেন।সরকারি সংস্থাগুলোকে দ্বিতীয় দফায় কর্মীদের বরখাস্ত ও বাজেট কাঁটছাট করার জন্য এদিন অর্থাৎ গতকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। আর গতকালই দুই অঙ্গরাজ্যের আদালত ওই আদেশ দিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বরখ স ত গতক ল সরক র
এছাড়াও পড়ুন:
‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের
টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।
বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।
আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগেসন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।