ঝিনাইদহের শৈলকূপায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার (১৪ মার্চ) শৈলকূপা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, গত ৩ মার্চ দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী ওই স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে সে ঘটনাটি তার পরিবারকে জানায়। 

এর আগেও রিপন কাজী ওই স্কুলছাত্রীকে একইভাবে ভয়ভীতি দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেছে। ঘটনা কাউকে না জানাতে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়।

ভুক্তভোগীর অভিভাবকরা বলেন, “লোকলজ্জার ভয়ে ভিকটিমকে কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। পরে স্থানীয়দের সঙ্গে আলাপ করে আজ থানা-পুলিশের দ্বারস্থ হয়েছি।”

এ ব্যাপারে শৈলকুপা থানার এসআই শাকিল আহমেদ বলেন, “অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

শৈলকূপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, “এটি একটি সেনসিটিভ অভিযোগ। আমরা খোঁজখবর নিচ্ছি। এ ধরনের অভিযোগ পেলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব সহকারে আইনগত ব্যবস্থা নেবে।”

ঢাকা/শাহরিয়ার/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ