ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্যকে সাত কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এছাড়া এক মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার রাতে রাজধানীর কাকরাইল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ডিবির কনস্টেবল কামাল উদ্দীন (৪১) ও শাহিন আলম (২৯) এবং মাদক কারবারি শান্ত হোসেন (২৪)।

তাদের বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন ডিএনসির মেট্রো উত্তরের পরিদর্শক (তেজগাঁও) তারেক মাহমুদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে সাত কেজি গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এছাড়া তাদের বহনকারী মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।  

অভিযানের বিষয়ে ডিএনসি মেট্রো উত্তরের উপপরিচালক শামীম আহম্মেদ সমকালকে বলেন, ওইদিন তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন বলে শুনেছি। তবে বিষয়টি এখনও তদন্ত চলছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, বিষয়টি তদন্ত চলছে। জড়িতদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার সকালে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্তবর্তী মাজার এলাকার বাসিন্দা আবদুস সালামের বাড়ির গোয়াল থেকে কয়েকজন তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। গরু চুরির কথা শুনে সবাই মিলে লাঠিসোঁটা হাতে তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তাঁরা পাশের নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যান।

পরে নাসিরাবাদ গ্রামের লোকজন গরু চোরের উপস্থিতি টের পেয়ে তাঁদের ধাওয়া করলে তিনজন স্থানীয় একটি পুকুরে ঝাঁপ দেন। এ সময় এলাকাবাসী তাঁদের পুকুর থেকে উদ্ধার করে পিটুনি দেন। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। আরেকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা