ঈদে প্রতি বছর বর্ণিল অনুষ্ঠান আয়োজন করে থাকে বাংলাদেশ টেলিভিশন [বিটিভি]। এসব অনুষ্ঠানমালার মধ্যে ‘আনন্দমেলা’ থাকে দর্শক আগ্রহের কেন্দ্রে। প্রতি বছর অনুষ্ঠানটির উপস্থাপনায় আনা হয় নতুনত্ব। সাধারণত দু’জনকে দেখা যায় আনন্দমেলা উপস্থাপনায়। তবে এবার দু’জন নয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তিন তারকাশিল্পী। উপস্থাপনায় মাসুমা রহমান নাবিলার সঙ্গী হচ্ছেন মামনুন ইমন। থাকতে পারেন নিরবও। বিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে। 

উপস্থাপনা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘এর আগেও আমি আনন্দ মেলার উপস্থাপনা করেছি। আবার দ্বিতীয় বারের মতো উপস্থাপনা করতে যাচ্ছি। বিটিভি থেকে যখন অনুষ্ঠানটির প্রস্তাব এলো তখন দোটানায় ছিলাম। করব কি করব না এই ভেবে। দীর্ঘ সময় ধরে এর দৃশ্যধারণ হয়। পরিবারকে এখন বেশি সময় দেওয়া লাগে। এ কারণে অনেক অনুষ্ঠান চাইলেও উপস্থাপনা করা সম্ভব হয়ে ওঠে না। আনন্দমেলা প্রযোজকরা খুব করে চাইছিলেন এটি যেন আমি উপস্থাপনা করি। এটি একটি লিজেন্ডারি শো। ছোটবেলা থেকে এটি দেখে দেখেই বড় হয়েছি। আনন্দমেলার মাধ্যমে দেশের মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা থাকে বিটিভির। সবকিছু ভেবেই অনুষ্ঠানটি উপস্থাপন করতে রাজি হয়েছি। চেষ্টা করব নতুন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করতে। বৈচিত্র্যময় আয়োজন দিয়ে সাজানো হবে অনুষ্ঠানটি। সব মিলিয়ে ভালো একটি অনুষ্ঠান উপহার পেতে যাচ্ছেন দর্শক।’

ইমন বলেন, ‘বিটিভির আনন্দমেলা মানেই অন্যরকম আয়োজন। নানা কিছু সমাহার ঘটে এতে। অনেকবার আনন্দমেলায় পারফরম্যান্স করলেও প্রথমবারের মতো আনন্দমেলা উপস্থাপনা করতে যাচ্ছি। ছোটবেলায় আনন্দমেলার ফ্যান ছিলাম। অনুষ্ঠানটির জন্য অপেক্ষায় থাকতাম কবে আনন্দমেলা হবে। দেখে আসছি কোনো না কোনো তারকাশিল্পী এটি উপস্থাপনা করেন। এ রকম অনুষ্ঠানের প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। তিনজন মিলে এটি উপস্থাপনা করব। এতে আমার ভূমিকা কেমন হবে তা জানতে হলে ঈদে বিটিভির পর্দায় চোখ রাখতে হবে।’ রামপুরার বিটিভির অডিটোরিয়ামে ঈদ আনন্দমেলার শুটিংয়ে শিগগিরই অংশ নেবেন তারকাশিল্পীরা।

নিরব বলেন, ‘আনন্দমেলা উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনও চূড়ান্ত করিনি।’ দেড় যুগের বেশি শোবিজে কাজ করছেন ইমন-নিরব। সেই সুবাদে তাদের চমৎকার বন্ধুত্ব। একসঙ্গে তারা বিজ্ঞাপন ও সিনেমাতেও কাজ করেছেন। নিরব যদি আনন্দমেলা উপস্থাপনার ব্যাপারে ‘হ্যাঁ’ বলেন তাহলে ঈদ আনন্দমেলায় বড় চমক থাকছে তাদের উপস্থাপনা।

আয়োজন নিয়ে অনুষ্ঠান প্রযোজক মাহবুবা ফেরদৌস বলেন, ‘বেশ বড় আয়োজন নিয়ে ‘আনন্দমেলা’ সাজিয়েছি। অনেক বড় তারকারা হাজির হবেন অনুষ্ঠানে। নাচের আয়োজনও থাকছে। উপস্থাপনায়ও নতুনত্ব থাকবে। এ মূহূর্তে বিস্তারিত বলতে চাই না। চমক হিসেবেই থাকুক।’

মাহবুবা ফেরদৌস ছাড়াও ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হাসান রিয়াদ ও মনিরুল হাসান। ‘আনন্দমেলা’ প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন রব অন ষ ঠ ন আনন দ

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ