২৪ ঘণ্টায় যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প জানালেন ‘মজা করছিলাম’
Published: 15th, March 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার তার পূর্বের মন্তব্য অনেকটা মজা ছিল। তবে তিনি এখনো দাবি করছেন যে এই সংঘাত তিনি দ্রুত সমাধান করতে সক্ষম হবেন।
সম্প্রতি ‘ফুল মেজার’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে একটি ক্লিপ প্রকাশ করা হয়েছে। এতে ট্রাম্পকে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে জিজ্ঞেস করা হয়। খবর: এপি
জবাবে তিনি বলেন, “আমি যখন এটি বলেছিলাম তখন কিছুটা মজা করেছিলাম। তবে আমি সত্যিই যা বোঝাতে চেয়েছিলাম, তা হলো—আমি এই যুদ্ধ থামাতে চাই। এবং আমি বিশ্বাস করি, আমি এটি করতে পারব।”
এদিকে ট্রাম্প প্রায়ই অতিরঞ্জিত বিভিন্ন দাবি করে থাকেন। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় বন্ধ করা নিয়ে যে মজা করেছিলেন সেটি স্বীকার করেছেন। যা বিরল ঘটনাই বলা যায়।
ট্রাম্প প্রথম ২০২৩ সালের মে মাসে সিএনএনের টাউন হলে দাবি করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। সেই সময় তিনি বলেছিলেন, “রুশ-ইউক্রেনীয়রা মারা যাচ্ছে। আমি চাই তারা আর না মরে। আমি এটি করব ২৪ ঘণ্টার মধ্যে।”
এরপর গত বছরের সেপ্টেম্বরে এক প্রেসিডেন্ট বিতর্কেও তিনি একই মন্তব্য করেন এবং বলেন, “আমি প্রেসিডেন্ট-নির্বাচিত হলে দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে তাদের এক জায়গায় আনব।”
এদিকে গত সপ্তাহে রাশিয়ার মস্কোতে যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। মস্কোতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। যদিও এখনো তারা কোনো যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করতে পারেনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এক সেলিব্রিটিকে সবাই ধুয়ে দিচ্ছে
আগের পর্বআরও পড়ুনআজকে তুমি কোনো কথা বলবা না২২ ঘণ্টা আগে