ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত রেসলিং কিংবদন্তি বললেন, ‘বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল’
Published: 15th, March 2025 GMT
এ সময়ের ফুটবলে পোস্টার বয়দের একজন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই উইঙ্গার মাত্র ১৭ বছর বয়সেই তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন। ইয়ামালের ওপর ভর করেই এখন সাফল্য পেতে উন্মুখ স্পেন ও বার্সা। তবে ইয়ামাল শুধু ফুটবলে নয়, প্রভাব রাখছেন ফুটবলের বাইরেও।
গতকাল শুক্রবার বার্সেলোনায় ডব্লুডব্লুই স্ম্যাকডাউনে উপস্থিত হয়েও বেশ আলোড়ন তুলেছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে তাঁকে ডব্লুডব্লুইর চ্যাম্পিয়নের বেল্ট হাতেও দেখা গেছে।
এই বেল্টটি তাঁকে উপহার দিয়েছেন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন কোডি রোডেস। পাশাপাশি তাঁকে নিয়ে কথা বলেছেন কিংবদন্তি রেসলার ট্রিপল এইচও। এ সময় ইয়ামালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দুই সতীর্থ আলেহান্দ্রো বালদে ও হেক্টর ফোর্ট।
আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল১২ মার্চ ২০২৫রেসলিং উপভোগ করতে গিয়ে কিংবদন্তি রেসলার ট্রিপল এইচের সঙ্গে ছবিও তুলেছেন ইয়ামাল। পরে এই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রিপল এইচ লিখেছেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ যেকোনো সময়ের চেয়ে এখন বেশি উজ্জ্বল। শোটা উপভোগ করো লামিনে।
একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন ইয়ামালও। ট্রিপল এইচের পাশাপাশি ইয়ামালেরর আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশক করেছেন আরেক রেসলিং তারকা ড্রু ম্যাকইনটায়ার। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দ্য চুজেন ওয়ান (নিয়তি নির্ধারিত ব্যক্তি)’।
মূলত ইউরোপিয়ান ট্যুরের অংশ হিসেবেই বর্ত
আরও পড়ুন‘ইয়ামালের ভালো চাইলে মেসির সঙ্গে তুলনা করা কমান’০৯ ফেব্রুয়ারি ২০২৫মানে ডব্লুডব্লুই আছে স্পেনের বার্সেলোনায়। এরপর তারা যাবে বেলজিয়াম, জার্মানি এবং স্কটল্যান্ডে। এরপর লন্ডনে গিয়ে ও’টু অ্যারেনায় আয়োজন করবে দুটি ব্লকবাস্টার ইভেন্টের। ২৮ মার্চ হবে স্ম্যাকডাউন এবং ৩১ মার্চ থাকবে আরএডব্লিউ (র) এর আয়োজন। সেখান থেকে তাদের গন্তব্য লাস ভেগাসে। যেখানে ১৯ এবং ২০ এপ্রিল হবে বছরের সবচেয়ে বড় আয়োজন রেসেলম্যানিয়া।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেয়েকে নিয়ে টিকে থাকতে না পেরে বিদেশ চলে যান পিয়া বিপাশা
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।
পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’
বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’
পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। যতটুকুই করি, আমার মেয়ে ও হাজব্যান্ড ওরাই বলে। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’
পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।
২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।