ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত রেসলিং কিংবদন্তি বললেন, ‘বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল’
Published: 15th, March 2025 GMT
এ সময়ের ফুটবলে পোস্টার বয়দের একজন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই উইঙ্গার মাত্র ১৭ বছর বয়সেই তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন। ইয়ামালের ওপর ভর করেই এখন সাফল্য পেতে উন্মুখ স্পেন ও বার্সা। তবে ইয়ামাল শুধু ফুটবলে নয়, প্রভাব রাখছেন ফুটবলের বাইরেও।
গতকাল শুক্রবার বার্সেলোনায় ডব্লুডব্লুই স্ম্যাকডাউনে উপস্থিত হয়েও বেশ আলোড়ন তুলেছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে তাঁকে ডব্লুডব্লুইর চ্যাম্পিয়নের বেল্ট হাতেও দেখা গেছে।
এই বেল্টটি তাঁকে উপহার দিয়েছেন ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন কোডি রোডেস। পাশাপাশি তাঁকে নিয়ে কথা বলেছেন কিংবদন্তি রেসলার ট্রিপল এইচও। এ সময় ইয়ামালের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দুই সতীর্থ আলেহান্দ্রো বালদে ও হেক্টর ফোর্ট।
আরও পড়ুনমেসির ‘ধনুক’ পেয়েছেন ইয়ামাল১২ মার্চ ২০২৫রেসলিং উপভোগ করতে গিয়ে কিংবদন্তি রেসলার ট্রিপল এইচের সঙ্গে ছবিও তুলেছেন ইয়ামাল। পরে এই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইয়ামালের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে ট্রিপল এইচ লিখেছেন, ‘বার্সেলোনার ভবিষ্যৎ যেকোনো সময়ের চেয়ে এখন বেশি উজ্জ্বল। শোটা উপভোগ করো লামিনে।
একই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন ইয়ামালও। ট্রিপল এইচের পাশাপাশি ইয়ামালেরর আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশক করেছেন আরেক রেসলিং তারকা ড্রু ম্যাকইনটায়ার। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দ্য চুজেন ওয়ান (নিয়তি নির্ধারিত ব্যক্তি)’।
মূলত ইউরোপিয়ান ট্যুরের অংশ হিসেবেই বর্ত
আরও পড়ুন‘ইয়ামালের ভালো চাইলে মেসির সঙ্গে তুলনা করা কমান’০৯ ফেব্রুয়ারি ২০২৫মানে ডব্লুডব্লুই আছে স্পেনের বার্সেলোনায়। এরপর তারা যাবে বেলজিয়াম, জার্মানি এবং স্কটল্যান্ডে। এরপর লন্ডনে গিয়ে ও’টু অ্যারেনায় আয়োজন করবে দুটি ব্লকবাস্টার ইভেন্টের। ২৮ মার্চ হবে স্ম্যাকডাউন এবং ৩১ মার্চ থাকবে আরএডব্লিউ (র) এর আয়োজন। সেখান থেকে তাদের গন্তব্য লাস ভেগাসে। যেখানে ১৯ এবং ২০ এপ্রিল হবে বছরের সবচেয়ে বড় আয়োজন রেসেলম্যানিয়া।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।