৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হারল পাকিস্তান
Published: 16th, March 2025 GMT
নতুন শুরুর আশায় দলে বড় পরিবর্তন এনেছিল পাকিস্তান। বাদ পড়েছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা। কিন্তু পরিবর্তিত স্কোয়াড নিয়ে শুরুটা মোটেও শুভ হলো না। হ্যাগলি ওভালে রোববার অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
অভিজ্ঞতা-ঘাটতির পাকিস্তান দল শুরুতেই ভেঙে পড়ে। মাত্র ১১ রানেই টপঅর্ডার গুঁড়িয়ে যায়। খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে পাকিস্তানের এটি সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড—আগের সর্বনিম্ন ছিল ১০১ রান।
নিউজিল্যান্ডের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এই ধস নেমেছে। জ্যাকব ডাফি মাত্র ৩.
উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা