নেত্রকোনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণ গ্রেপ্তার
Published: 16th, March 2025 GMT
টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের দেব–দেবীর মূর্তি ভাঙার ভিডিও আপলোড করে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি সৃষ্টির পাঁয়তারার অভিযোগে নেত্রকোনার এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বারহাট্টা উপজেলার ধারাম পশ্চিমপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (পশ্চিম) একটি দল।
গ্রেপ্তার তরুণের নাম জোবায়েদ ইসলাম (২২)। তিনি ধারাম পশ্চিমপাড়া এলাকার প্রয়াত আবুল মিয়ার ছেলে। জোবায়েদ পেশায় একজন রাজমিস্ত্রি। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, জোবায়েদ ইসলাম ফেসবুকে ‘আয়নার ভালোবাসা’ ও ‘মো.
মির্জা সায়েম মাহমুদ প্রথম আলোকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি জোবায়েদের মুঠোফোনের গ্যালারিতেও মূর্তি ভাঙার ভিডিওগুলো পাওয়া গেছে। এ ছাড়া মূর্তি ভাঙায় তাঁর সম্পৃক্ততারও প্রমাণ মিলেছে। এ ব্যাপারে ডিবির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেইন বাদী হয়ে বারহাট্টা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর স্মৃতিবিজড়িত ভবন
২ / ৯ভবনটি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা