Samakal:
2025-09-18@01:29:36 GMT

আ. লীগ নেতার ছেলেকে হত্যা

Published: 16th, March 2025 GMT

আ. লীগ নেতার ছেলেকে হত্যা

রৌমারীতে আরিফুল ইসলাম নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৯টার দিকে যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদের পূর্বপার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফুল ইসলাম (২২) রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সুরুজ্জামানের ছেলে। তিনি যাদুচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর ভাই আনোয়ার হোসেন জানান, তার ভাই আরিফুল ইসলাম ট্রাক্টর চালাতেন। শনিবার রাত ১২টার দিকেও তার সঙ্গে দেখা হয়েছে। মধ্যরাতে আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। পরে রোববার সকালে ধনারচর চরেরগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্বপারে পানিতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

কথা হয় রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের সঙ্গে। তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ