লিভারপুলকে হারিয়ে ৭০ বছর পর ইংল্যান্ডে ‘চ্যাম্পিয়ন’ নিউক্যাসল
Published: 16th, March 2025 GMT
নিউক্যাসল ২: ১ লিভারপুল
নিউক্যাসল ইউনাইটেড চ্যাম্পিয়ন!
৭০ বছরের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে ঘরোয়া ফুটবলে নিজেদের নামের পাশে ‘চ্যাম্পিয়ন’ শব্দটা যোগ করতে পারল নিউক্যাসল। আজ ইংলিশ লিগ কাপের ফাইনালে ফেবারিট লিভারপুলের ‘ডাবল’ জয়ের স্বপ্নকেও চুরমার করে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছে নিউক্যাসল।
১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর আবারও চ্যাম্পিয়নের ট্রফিটা হাতে নিতে পারল উত্তর-পূর্ব ইংল্যান্ডের ক্লাবটি। আর তাতে এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগের পর লিভারপুল সুযোগ হারাল লিগ কাপ জয়েরও। আর্নে স্লটের দলের শিরোপা–স্বপ্ন এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগেই।
ঘরোয়া ফুটবলে ৭০ বছর পর চ্যাম্পিয়ন হলেও ১৯৬৯ সালে অধুনালুপ্ত মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল। তবে সেটি জয়ের পরও তো ৫৬ বছর কেটে গিয়েছিল।
ওয়েম্বলিতে আজে এড হাউয়ের দল ড্যান বার্নের ৪৫ মিনিটের গোলে প্রথমার্ধ শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। বিরতির পর ৫২ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদেরিকো কিয়েসার গোলে লিভারপুল শুধু ব্যবধানই কমাতে পারে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শ্রাবণের মেঘগুলো
২ / ১০শ্রাবণের মেঘগুলো আকাশে জড়ো হয়েছে