মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার আমন্ত্রণ যথাযথ যাচাই-বাছাইয়ের পরে ইরান এর জবাব দেবে। সোমবার ইরান আমেরিকাকে জবাব দেবে। সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি তেহরানকে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানিয়েছে চিঠি দেন ডোনাল্ড ট্রাম্প। তাতে তিনি সাফ জানিয়েছেন, ইরান হয় আলোচনার টেবিলে বসবে, নতুবা তাদেরকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের চিঠি ও পারমাণবিক আলোচনার জন্য জনসমক্ষে আহ্বানকে প্রতারণামূলক এবং হুমকি বলে প্রত্যাখ্যান করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, বিষয়টি নিয়ে কূটনৈতিক প্রতিক্রিয়ার কাজ চলছে।

তিনি বলেন, “এখন পর্যন্ত, আমাদের কাছে (ট্রাম্পের) চিঠি প্রচার করার কোনো কারণ নেই.

.. এই চিঠির প্রতি আমাদের প্রতিক্রিয়া সম্পূর্ণ যাচাই-বাছাইয়ের পর উপযুক্ত চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে।”

ইরানের মুখপাত্র ওয়াশিংটনের পক্ষ থেকে পরস্পরবিরোধী সংকেত দেওয়া হচ্ছে বলে উল্লেখ করে জানিয়েছেন, তেহরানের অর্থনীতির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি আলোচনার জন্য প্রস্তুতির কথা বলছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, “কূটনৈতিক আলোচনার শিষ্টাচার হলো প্রতিটি পক্ষকে অন্য পক্ষের স্বার্থ স্বীকার করতে হবে এবং আরো গুরুত্বপূর্ণভাবে তাদের প্রতিশ্রুতি পূরণে বিশ্বাস রাখতে হবে। যুক্তরাষ্ট্র তা সম্মান করে না এবং আলোচনার সম্ভাবনাকে প্রচারণা ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।”

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্ধুদের নিয়ে ‘উড়াল’

আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।

পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’

শুটিংয়র ফাঁকে তোলা ছবি

সম্পর্কিত নিবন্ধ