৬০ বছরে বাবার নতুন প্রেম, কেমন ছিল মেয়ের প্রতিক্রিয়া
Published: 18th, March 2025 GMT
বলিউড সুপারস্টার আমির খানের নতুন প্রেমের কথা এখন প্রায় সবারই জানা। সম্প্রতি ৬০ বছরে পা বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে আনেন তিনি। অভিনেতার প্রেমের খবরে সহকর্মী ও নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছে। তবে আমিরকন্যা ইরা খান বাবার প্রেমের খবর মেনে নিতে পারছেন না বলে খবর প্রকাশ করেছে ভারতীয় কয়েকটি গণমাধ্যম।
সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে দেখা গেছে, মুম্বাই আমিরের বাড়ি থেকে বের হওয়ার সময় কাঁদছেন ইরা! চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে অভিনেতার কন্যাকে।
কান্নার ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই বলছেন, বাবার নতুন প্রেমের সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। আমির খানের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ইরা খান।
প্রসঙ্গত, আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের মেয়ে ইরা খান। স্বামী-স্ত্রী সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই মায়ের কাছে থাক আমির কন্যা। অভিনেতার মেয়ের বিয়ের সময় নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে বিয়ে দিয়েছেন। সূত্র: আনন্দবাজার।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র খ ন
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল