রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ হামলা হয়। সেখানে কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়।

আহত ব্যক্তির নাম পাপ্পু হোসেন (৪৫)। তিনি তাঁতী দলের রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন পাপ্পু সিঅ্যান্ডবি মোড় থেকে সরে নদীর ধারের দিকে চলে যান। রাজশাহী কেন্দ্রীয় কারগারের প্রাচীর সংলগ্ন পদ্মাপাড় এলাকায় তাকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এ সময় সেখানে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানিয়েছেন, তাঁতী দলেরই দুটি গ্রুপের মধ্যে গণ্ডগোল। পাপ্পুর অবস্থা আশঙ্কাজনক। সবাই চিকিৎসা নিয়ে ব্যস্ত, তাই কেউ অভিযোগ করেনি। থানায় লিখিত অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/কেয়া/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি

ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে। 

এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম  সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন। 

এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার  ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত  উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে  চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ  পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি,  এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম  জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে। 
 

সম্পর্কিত নিবন্ধ