গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ময়লার স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় আবু সালাম (২৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

অজ্ঞাত যুবক হিসেবে লাশ উদ্ধার করা হলেও পরে রংপুর থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দল এসে তার পরিচয় শনাক্ত করে। আবু সালাম লালমনিরহাট সদর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ময়লার স্তূপে মুখ বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্যত্র হত্যা করে লাশ ময়লার স্তূপের মধ্যে ফেলে রেখে গেছে কেউ। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। রংপুর থেকে সিআইডির একটি দল এসে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে।

ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাশবাড়ী থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। 

ঢাকা/মাসুম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ময়ল র স ত প মরদ হ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ