Samakal:
2025-05-01@09:12:17 GMT

ট্রেন্ডি গহনা

Published: 18th, March 2025 GMT

ট্রেন্ডি গহনা

 এবার ঈদ ফ্যাশনে গহনার ক্ষেত্রে এসেছে নতুন নতুন ট্রেন্ড, যেখানে ঐতিহ্যবাহী শৈলীর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। হাল ফ্যাশনের গহনাও এবার নতুনভাবে ফিরতে দেখা যাচ্ছে। ডিজাইনাররা বলছেন, এবার বাজারে সোনালি, রুপালি আর কপার টোনের গহনার পাশাপাশি কাপড়, কড়ি, পাথর, রেজিন, ক্লে দিয়ে তৈরি গহনা এবং মিনিমালিস্টিক গহনাও বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
স্বর্ণ ও হালকা গহনা
ঐতিহ্যগতভাবে স্বর্ণের গহনা ঈদের সাজের মূল আকর্ষণ হলেও, এবারের ট্রেন্ডে দেখা যাচ্ছে হালকা ও নকশাদার ডিজাইনের প্রাধান্য। বড় গহনার পরিবর্তে ছোট, নান্দনিক ও পরিধানে স্বাচ্ছন্দ্যময় গহনাগুলো বেশি চাহিদা পাচ্ছে। যেমন– পেনডেন্ট, ব্রেসলেট, বিশেষ করে ফিলিগ্রি কারুকাজ, লতাপাতা ডিজাইন এবং চেইন জুয়েলারির চাহিদা বেড়েছে। আবার ঈদের থিমের সঙ্গে মিল রেখে চাঁদ ও তারার শেপের হালকা মেটাল গহনাও বেশ জনপ্রিয় হয়েছে।
সিলভার ও অক্সিডাইজড গহনা
বাহারি রঙের স্টোন বসানো কানের দুল, নাকফুল ও চোকারের প্রতি ফ্যাশনপ্রেমীরা আগ্রহ দেখাচ্ছেন। অক্সিডাইজড গহনার মধ্যে ব্ল্যাক, ব্রোঞ্জ আর অ্যান্টিক ডিজাইন বেশি চলছে।
পার্ল ও কুন্দনের নকশা করা গহনা
এবারের ঈদে পার্ল ও কুন্দনের গহনার চাহিদাও বেড়েছে। কুন্দন সেট, ঝুমকা, নেকলেসের প্রতি অনেকেই আগ্রহ দেখাচ্ছেন, বিশেষ করে ঐতিহ্যবাহী শাড়ি ও সালোয়ার-কামিজের সঙ্গে মানানসই হওয়ায়। পার্লের মাল্টি-লেয়ার নেকলেস ও ব্রেসলেটও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা একটু ক্ল্যাসিক এবং রাজকীয় লুক চান তাদের জন্য কুন্দন ও পার্ল গহনা আদর্শ।
মিনিমালিস্ট ও স্টেটমেন্ট পিসের গহনা
যারা হালকা সাজ পছন্দ করেন তাদের জন্য মিনিমালিস্ট গহনা এবার দারুণ ট্রেন্ডি। স্টেটমেন্ট গহনাগুলো সাধারণত একনজরেই দৃষ্টি আকর্ষণ করে এবং এক্সক্লুসিভ লুক দেয়।
কাস্টমাইজড গহনা
অনেকেই নিজের পোশাকের সঙ্গে মিলিয়ে কাস্টমাইজড গহনার দিকে ঝুঁকছেন। কাপড়ের তৈরি গহনা এবার ট্রেন্ডের শীর্ষে রয়েছে বলা যায়। কাপড়, কড়ি ও মেটালের সংমিশ্রণে তৈরি বাহারি ডিজাইনের চুড়ি, কানের দুল, নেকলেস, আংটি বেশ জনপ্রিয়। এ ছাড়া কাস্টমাইজড রেজিন ও ক্লে দিয়ে তৈরি গহনাও বেশ সাড়া ফেলেছে, যেখানে স্থান পাচ্ছে বিভিন্ন মোটিফ। v

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই অভিনেত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে। খবর বলিউড হাঙ্গামার

সমন জারির পরও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, অভিনেত্রী ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ