রমজান মাস প্রায় মাঝামাঝি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের আমেজ। কেউ রমজানে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ইফতার উপভোগ করছেন; কেউ ঈদের লুকে, কেউ শপিংয়ে আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান সাজাচ্ছেন। তাঁদের আনন্দের মুহূর্তগুলো স্মৃতিময় করে রাখতে বিকাশ, টিকটক ও প্রথম আলোর উদ্যোগে চলছে বিশেষ ক্যাম্পেইন ‘আনন্দ আয়োজনে ঈদ মোমেন্ট, সঙ্গে বিকাশ’।
রমজান ও ঈদের প্রস্তুতিতে বাড়তি আনন্দ যুক্ত করতে টিকটক ও বিকাশ

অ্যাকাউন্টধারী যে কেউ অংশ নিতে পারবেন এ আয়োজনে। ঈদের প্রস্তুতি, কেনাকাটা ও বেড়ানো নিয়ে আনন্দ-আয়োজনের ১ মিনিটের ভিডিও পোস্ট করতে হবে টিকটকে। ভিডিওতে বিকাশে পেমেন্ট মোমেন্ট থাকলেই জিতে নিতে পারবেন পুরস্কার, প্রতিদিন।

পোস্টে #bKashpayment #Ramadan #Eidmoments হ্যাশট্যাগগুলো থাকতে হবে।
বিচারকের রায় এবং ভিডিওর মোট ভিউজের ওপর ভিত্তি করে প্রতিদিন ৫ জন করে মোট ১০০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ২ হাজার টাকা করে উপহার। আর মেগা বিজয়ী দুজনের একজন পাবেন এয়ার টিকিট এবং অন্যজন পাবেন আকর্ষণীয় স্মার্টফোন। এ ছাড়া দেশজুড়ে বিকাশ পেমেন্টে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্টে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সাশ্রয়।

অংশগ্রহণের নিয়মাবলি

১.

১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিক এ আয়োজনে অংশ নিতে পারবেন।

২. অংশগ্রহণকারীর টিকটক ও বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে।

৩. রমজান ও ঈদের প্রস্তুতি, শপিং এবং বন্ধু ও পরিবারের সঙ্গে ঘোরাঘুরি—এ চার ক্যাটাগরির যেকোনো একটির ওপর বানাতে হবে ভিডিও।

৪. ভিডিওর ব্যাপ্তি হবে সর্বোচ্চ ১ মিনিট।

৫. ভিডিওটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব টিকটক অ্যাকাউন্টে পাবলিশ করতে হবে।

৬. টিকটকে আপলোডের সময় অবশ্যই #bKashpayment #Ramadan #Eidmoment ট্যাগ ইউজ করতে হবে।

৭. ভিডিও জমা দেওয়ার শেষ সময়: ৫ এপ্রিল ২০২৫, শনিবার রাত ১১টা ৫৯ মিনিট।

৮. প্রতিযোগিতা-সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

তাই আগ্রহীরা দেরি না করে রমজান ও ঈদের প্রস্তুতিতে বিকাশে লেনদেনের ১ মিনিটের ভিডিও টিকটকে দিন আর পুরস্কার জিতুন প্রতিদিন।

বিস্তারিত জানতে ভিজিট করুন ramadan-moments.com ওয়েবসাইটে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট কটক আনন দ রমজ ন

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ। 

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়। 

পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল। 

ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র‌্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র‌্যাঙ্কিং ৫৫)। র‌্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না। 

প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।

এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • নিরবচ্ছিন্ন সেবা দিতে কর্মীদের জন্য গার্ডিয়ানের ওয়ার্কশপ
  • জেনে নিন, জান্নাতি ২০ সাহাবির নাম
  • জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দিল জাবি
  • অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ 
  • ওয়ালটন হাই-টেক পার্কে ২ দিনব্যাপী অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা