১ মিনিটের ভিডিও টিকটকে দিয়ে পুরস্কার জেতার সুযোগ
Published: 19th, March 2025 GMT
রমজান মাস প্রায় মাঝামাঝি। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদের আমেজ। কেউ রমজানে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ইফতার উপভোগ করছেন; কেউ ঈদের লুকে, কেউ শপিংয়ে আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে ঘুরতে যাওয়ার প্ল্যান সাজাচ্ছেন। তাঁদের আনন্দের মুহূর্তগুলো স্মৃতিময় করে রাখতে বিকাশ, টিকটক ও প্রথম আলোর উদ্যোগে চলছে বিশেষ ক্যাম্পেইন ‘আনন্দ আয়োজনে ঈদ মোমেন্ট, সঙ্গে বিকাশ’।
রমজান ও ঈদের প্রস্তুতিতে বাড়তি আনন্দ যুক্ত করতে টিকটক ও বিকাশ
অ্যাকাউন্টধারী যে কেউ অংশ নিতে পারবেন এ আয়োজনে। ঈদের প্রস্তুতি, কেনাকাটা ও বেড়ানো নিয়ে আনন্দ-আয়োজনের ১ মিনিটের ভিডিও পোস্ট করতে হবে টিকটকে। ভিডিওতে বিকাশে পেমেন্ট মোমেন্ট থাকলেই জিতে নিতে পারবেন পুরস্কার, প্রতিদিন।
পোস্টে #bKashpayment #Ramadan #Eidmoments হ্যাশট্যাগগুলো থাকতে হবে।
বিচারকের রায় এবং ভিডিওর মোট ভিউজের ওপর ভিত্তি করে প্রতিদিন ৫ জন করে মোট ১০০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ২ হাজার টাকা করে উপহার। আর মেগা বিজয়ী দুজনের একজন পাবেন এয়ার টিকিট এবং অন্যজন পাবেন আকর্ষণীয় স্মার্টফোন। এ ছাড়া দেশজুড়ে বিকাশ পেমেন্টে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্টে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত সাশ্রয়।
১.
১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিক এ আয়োজনে অংশ নিতে পারবেন।
২. অংশগ্রহণকারীর টিকটক ও বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে।
৩. রমজান ও ঈদের প্রস্তুতি, শপিং এবং বন্ধু ও পরিবারের সঙ্গে ঘোরাঘুরি—এ চার ক্যাটাগরির যেকোনো একটির ওপর বানাতে হবে ভিডিও।
৪. ভিডিওর ব্যাপ্তি হবে সর্বোচ্চ ১ মিনিট।
৫. ভিডিওটি অবশ্যই অংশগ্রহণকারীর নিজস্ব টিকটক অ্যাকাউন্টে পাবলিশ করতে হবে।
৬. টিকটকে আপলোডের সময় অবশ্যই #bKashpayment #Ramadan #Eidmoment ট্যাগ ইউজ করতে হবে।
৭. ভিডিও জমা দেওয়ার শেষ সময়: ৫ এপ্রিল ২০২৫, শনিবার রাত ১১টা ৫৯ মিনিট।
৮. প্রতিযোগিতা-সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
তাই আগ্রহীরা দেরি না করে রমজান ও ঈদের প্রস্তুতিতে বিকাশে লেনদেনের ১ মিনিটের ভিডিও টিকটকে দিন আর পুরস্কার জিতুন প্রতিদিন।
বিস্তারিত জানতে ভিজিট করুন ramadan-moments.com ওয়েবসাইটে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাইক্রোসফটের ফ্রি অনলাইন কোর্স : ডেটা সায়েন্স–এআইসহ নানা বিষয়ে শেখার সুযোগ
ঘরে বসেই দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে মাইক্রোসফট। এই অনলাইন কোর্সগুলো edX প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী বা পেশাজীবীরা কোর্সগুলোতে অংশ নিতে পারবেন।
২০২৫ সালের এই প্রোগ্রামে ৬০টির বেশি অনলাইন কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে। দ্রুত পরিবর্তনশীল চাকরির বাজারে নিজেকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে সাহায্য করবে এসব কোর্স। একই সঙ্গে শিক্ষার্থীরা Microsoft AI Skills Fest-এ অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত বিশেষায়িত কোর্সও করতে পারবেন।
মাইক্রোসফটের লক্ষ্য হলো আজকের চাকরির বাজারে চাহিদাসম্পন্ন প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা। এই কোর্সগুলো শিক্ষার্থীরা নিজের সুবিধামতো সময়ে শিখতে পারবেন। এখানে থাকছে ক্লাউড কম্পিউটিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার সিকিউরিটিসহ নানা বিষয়ে হাতে–কলমে শেখার সুযোগ।
বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ
মাইক্রোসফটের অভিজ্ঞ বিশেষজ্ঞরা এই কোর্সগুলো তৈরি ও পরিচালনা করেন। ফলে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন। যাঁরা প্রযুক্তির জগতে নতুন, তাঁরা বিগিনার লেভেলের কোর্স দিয়ে শুরু করতে পারবেন। আর যাঁরা অভিজ্ঞ, তাঁদের জন্য রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্স। এ ছাড়া অংশগ্রহণকারীরা নিজেদের নতুন অ্যাপ্লিকেশন, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী সমাধান ডিজাইন করার দক্ষতা অর্জন করতে পারবেন।
কোর্স কাঠামো ও সার্টিফিকেট
মাইক্রোসফটের এই অনলাইন কোর্সগুলো ফ্রি অডিট ট্র্যাকের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। তবে যাঁরা শিখে একটি অফিশিয়াল ভেরিফায়েড সার্টিফিকেট পেতে চান, তাঁরা নামমাত্র ফি দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন, যা চাকরি বা ক্যারিয়ারে বাড়তি গুরুত্ব দেবে।
এটি একটি MOOC (Massive Open Online Course) উদ্যোগ, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রি অনলাইন কোর্স ২০২৫-এর মতো বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
মাইক্রোসফটের কোর্স এখন করা যায় ঘরে বসেই