Samakal:
2025-09-18@10:00:35 GMT

ডিজিটাল স্পিনারে ঈদ উপহার

Published: 19th, March 2025 GMT

ডিজিটাল স্পিনারে ঈদ উপহার

ঈদ এলেই সব ক্রেতার আগ্রহের জায়গা তৈরি হয় উপহার নিয়ে। ডিজিটাল পণ্য ক্রেতাদের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। এমন ধারণা থেকেই ঈদ প্রচারণায় ডিএক্স গ্রুপ মেগা ‘ঈদ ফেস্ট’ ঘোষণা করেছে। আর উপহার পাওয়া যাবে নিজেই লটারি করে। তা হবে ডিজিটাল লটারি। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি ও ডিএক্স গ্যাজেট কিনে সারাদেশের গ্রাহক পাবেন বিশেষ উপহার।

যার মধ্যে আছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি ও স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও godxg.

com সাইটের জন্য গিফট ভাউচার।
আগ্রহীরা ডিজিটাল স্পিনার ঘুরিয়ে নিজের উপহার নিজেই নিশ্চিত হতে পারবেন। ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা eidfest.godxg.com সাইটে অংশ নেওয়া যাবে। পুরোপুরি কাগজহীন, এমন প্রচারণা বছরের সর্ববৃহৎ বিকিকিনি মৌসুমে গ্রাহকের সঙ্গে আন্তঃযোগাযোগের নতুন উদ্যোগ।

উদ্ভাবনী প্রচারণা প্রসঙ্গে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, পণ্য ও পরিষেবার মাধ্যমে প্রতিবছর আমরা লাখো গ্রাহকের সঙ্গে সংযুক্ত হই। চলতি বছর গ্রাহকের জন্য চমৎকার অভিজ্ঞতা দেওয়ার কথা চিন্তা করি। ঈদুল ফিতর উৎসবে উপহার ও অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা এখন কাজ করছি।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এক স গ র হক উপহ র

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ