Samakal:
2025-11-03@06:18:55 GMT

ডিজিটাল স্পিনারে ঈদ উপহার

Published: 19th, March 2025 GMT

ডিজিটাল স্পিনারে ঈদ উপহার

ঈদ এলেই সব ক্রেতার আগ্রহের জায়গা তৈরি হয় উপহার নিয়ে। ডিজিটাল পণ্য ক্রেতাদের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। এমন ধারণা থেকেই ঈদ প্রচারণায় ডিএক্স গ্রুপ মেগা ‘ঈদ ফেস্ট’ ঘোষণা করেছে। আর উপহার পাওয়া যাবে নিজেই লটারি করে। তা হবে ডিজিটাল লটারি। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি ও ডিএক্স গ্যাজেট কিনে সারাদেশের গ্রাহক পাবেন বিশেষ উপহার।

যার মধ্যে আছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি ও স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও godxg.

com সাইটের জন্য গিফট ভাউচার।
আগ্রহীরা ডিজিটাল স্পিনার ঘুরিয়ে নিজের উপহার নিজেই নিশ্চিত হতে পারবেন। ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা eidfest.godxg.com সাইটে অংশ নেওয়া যাবে। পুরোপুরি কাগজহীন, এমন প্রচারণা বছরের সর্ববৃহৎ বিকিকিনি মৌসুমে গ্রাহকের সঙ্গে আন্তঃযোগাযোগের নতুন উদ্যোগ।

উদ্ভাবনী প্রচারণা প্রসঙ্গে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, পণ্য ও পরিষেবার মাধ্যমে প্রতিবছর আমরা লাখো গ্রাহকের সঙ্গে সংযুক্ত হই। চলতি বছর গ্রাহকের জন্য চমৎকার অভিজ্ঞতা দেওয়ার কথা চিন্তা করি। ঈদুল ফিতর উৎসবে উপহার ও অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা এখন কাজ করছি।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ড এক স গ র হক উপহ র

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ