নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দোকানের ব্যাটারি চুরির অভিযোগ তোলার পর কথা কাটাকাটির জেরে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে ফতুল্লার লামাপাড়ার দরগাহ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতের অভিযোগে ১৭ বছরের আরেক কিশোরকে আটক করেছে পুলিশ।

ছুরিকাঘাতে নিহত জিহাদ পটুয়াখালী সদরের আউলিয়াপুরের জাহাঙ্গীরের ছেলে। পরিবারের সঙ্গে সে ফতুল্লার পশ্চিম লামাপাড়ায় থাকত। আটক কিশোরের বাড়িও পশ্চিম লামাপাড়ায়। 

ফতুল্লা থানার ওসি শরীফুল ইসলাম জানান, লামাপাড়ার দরগাহ মসজিদের সামনে আটক কিশোরের চাচা শাহিন মিয়ার ফলের দোকান রয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শাহিন একটি কাজে দোকান খোলা রেখেই বাইরে যান। কিছুক্ষণ পর দোকানে ফিরে দেখেন দোকানের বাল্ব জ্বালানোর ব্যাটারি চুরি গেছে। শাহিন বের হওয়ার সময় জিহাদের সঙ্গে দুই কিশোর দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। বিষয়টি জানতে পেরে আটক কিশোর ঘটনাস্থলে গিয়ে জিহাদ ও সঙ্গে থাকা দু’জনকে চুরির বিষয়ে জিজ্ঞেস করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে ওই কিশোর বাসায় থেকে ছুরি এনে জিহাদকে আঘাত করে। স্থানীয়রা জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে আটক কিশোরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ হত য আটক ক শ র

এছাড়াও পড়ুন:

সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও চ্যানেল  ২৪ এর স্টাফ করোসপনডেন্ট আহসান সাদিক শাওনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ । শুক্রবার ( ১ লা নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  সংগঠনের পক্ষ থেকে তারা এ শোক প্রকাশ করেন।

গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের আহবায়ক জি এম সুমন  বলেন, মরহুমার মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, দীর্ঘ ১ মাস অসুস্থ থাকার পর গত বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

সম্পর্কিত নিবন্ধ

  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক