ব্যক্তিগত ও বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সীমা নির্ধারণ করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ উদ্যোগের আওতায় একজন ব্যবহারকারী প্রতি মাসে সর্বোচ্চ ৩০টি ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সুযোগ পেতে পারেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সীমা নির্ধারণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। ব্যবহারকারীদের অতিরিক্ত ব্রডকাস্ট মেসেজ পাঠানো ঠেকানোর পাশাপাশি স্প্যাম বার্তা কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের পরিকল্পনা অনুযায়ী, ব্যবসায়ীরা নির্দিষ্ট গ্রাহকদের লক্ষ্য করে কাস্টমাইজড ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারবেন। এতে পণ্যসংক্রান্ত আপডেট, বিশেষ ছাড়ের ঘোষণা বা অন্যান্য বিপণনমূলক বার্তা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি নির্ধারিত সময়ে বার্তা পাঠানোর (শিডিউল) সুবিধাও দেওয়া হবে। পরীক্ষামূলক পর্যায়ে বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনা মূল্যে ২৫০টি কাস্টমাইজড ব্রডকাস্ট মেসেজ পাঠানোর সুযোগ পাবেন।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে যে ৮ কাজ কখনো করবেন না ১০ জুন ২০২৪

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, ব্যবহারকারীরা যেন অতিরিক্ত বার্তার চাপে বিরক্ত না হন এবং শুধু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রডকাস্ট মেসেজ দেখতে পান, সে লক্ষ্যে কাজ করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ উদ্যোগের আওতায় ব্রডকাস্ট মেসেজ পাঠানোর নিয়মে পরিবর্তন আনার পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের লোগোতেও পরিবর্তন আনা হবে।

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে কল করার নতুন চার সুবিধা১৪ ডিসেম্বর ২০২৪

বাজার বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ আয়ের উৎস হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্ট থেকে বিপণন, গ্রাহকসেবা ও ভেরিফিকেশনের মতো বিভিন্ন ধরনের বার্তা পাঠানোর জন্য অর্থ প্রদান করতে হয়। এত দিন বিজনেস অ্যাকাউন্ট ব্যবহারকারীরা বিনা মূল্যে সীমাহীন ব্রডকাস্ট মেসেজ পাঠাতে পারলেও শিগগিরই অর্থের বিনিময়ে এ সুযোগ ব্যবহার করতে হবে। এর ফলে হোয়াটসঅ্যাপের আয়ের পরিমাণ আরও বাড়বে।

সূত্র: টেক ক্রাঞ্চ

আরও পড়ুনহোয়াটসঅ্যাপে বার্তা ও ছবি নিরাপদ রাখতে ব্যবহার করতে হবে এই ৫ সুবিধা১১ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ য় টসঅ য প র ব যবহ র

এছাড়াও পড়ুন:

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় লারিজ ফ্যাশনের পোশাক কারখানায় অসুস্থ হয়ে রিনা আক্তার (৩২) নামের এক শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 

সোমবার (৩ নভেম্বর) সকালে তারা মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানিয়েছেন, রিনা আক্তার অসুস্থ অবস্থায় কারখানায় কাজ করছিলেন। রোববার তিনি বেশি অসুস্থতা অনুভব করলে ছুটি চেয়ে আবেদন করেন। তবে, কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। ওই নারী গুরুতর অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, তাদের সহকর্মীর মৃত্যুর জন্য মালিকপক্ষ দায়ী। রিনা অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে ছুটি দেওয়া হয়নি। চিকিৎসার অভাবে মারা গেছেন তিনি। 

লারিজ ফ্যাশনের মালিকপক্ষ ও কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে লারিজ ফ্যাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিমুল বলেছেন, আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয়। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেছেন, সহকর্মীর মৃত্যুর জন্য গার্মেন্টস মালিকপক্ষ দায়ী, এমন অভিযোগ করে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ঘটনাস্থলে থানা পুলিশের সঙ্গে হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশও আছে। শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছেন। যানচলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ