সমকাল সাংবাদিক রমাপ্রসাদ বাবুর বাবা মারা গেছেন
Published: 20th, March 2025 GMT
দৈনিক সমকালের যুগ্ম বার্তা সম্পাদক রমাপ্রসাদ বাবুর বাবা রমেন্দ্র নারায়ণ সরকার পরলোকগমন করেছেন। বুধবার গভীর রাতে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাড়ারকোনা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক শ্মশানঘাটে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সমকাল পরিবারের পক্ষ থেকে সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মধ্যনগর উপজেলার ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রমেন্দ্র নারায়ণ সরকার স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে অধ্যাপক ড.
রমেন্দ্র নারায়ণ সরকারের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন ঢাকা সাংবাদিক সংগঠন স্বজনের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক অনিমেষ কর। এছাড়া বিভিন্ন সংগঠনসহ স্থানীয় শিক্ষক সমাজ ও গণমাধ্যমকর্মীরা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।
এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।
ঢাকা/শহিদুল/রফিক