ভারতের কোচের সমীহ পেলেন হামজা ও বাংলাদেশ
Published: 20th, March 2025 GMT
‘এএফসি এশিয়ান কাপ-২০২৭’ এর বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। তার আগে গতকাল বুধবার তারা মালদ্বীপের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। সেখানে ৩-০ ব্যবধানে জয় পেয়ে নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশের ম্যাচের আগে।
অবশ্য ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে অবধারিতভাবে প্রশ্ন আসে। আর সেই প্রশ্নের জবাবে বাংলাদেশের তারকা খেলোয়াড় হামজা ও বাংলাদেশ দলকে সমীহ দেখান ভারতের স্প্যানিশ কোচ মনলো মারকুয়েজ।
‘‘হামজা বড় মাপের একজন খেলোয়াড়। এখন অবশ্য সে প্রিমিয়ার লিগে খেলে না। তবে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলছে। বাংলাদেশও সম্প্রতি ভালো খেলছে। কারণ, তারা গেল চার বছর ধরে একই কোচের তত্ত্বাবধানে আছে।’’
আরো পড়ুন:
সবার আগে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিলো জাপান
বড় স্বপ্ন, হামজা জয়গানে বাংলাদেশের শিলং যাত্রা
বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি কঠিন হতে যাচ্ছে ভারতের জন্য। কোচ নিজেও সেটি অকপটে স্বীকার করেছেন, ‘‘আসলে আমার জন্য কোনো সহজ ম্যাচ নেই। হয়তো স্কোর বড় হবে। আমার মনে হচ্ছে ম্যাচটি উভয় দলের জন্যই কঠিন হবে।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে