পাবনার ঈশ্বরদীতে শতাধিক দুস্থের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিস বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলার সাঁড়াগোপালপুর এলাকায় বিনা পয়সার পাঠশালার চত্বরে এ আয়োজন করে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট।
বিনা পয়সার পাঠশালায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিহাব উদ্দিন, পৌর ভূমি কর্মকর্তা আফছার আলী, সাংবাদিক সেলিম সরদার, স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম বাবু, ব্যবসায়ী তানজিরুল ইসলাম মিটো, রফিকুল ইসলাম বাচ্চু, আনিসুজ্জামান সোহান, সুহৃদ সমাবেশের সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান চৌধুরী, সুহৃদ ফিরোজ আহমেদ, রাকিবুল ইসলাম রূপম, খায়রুল ইসলাম সবুজ প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: র ল ইসল ম
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
আরো পড়ুন:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ