বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিশোধ নিল ক্রোয়শিয়া
Published: 21st, March 2025 GMT
এবারের উয়েফা ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র যখন হয়, তখন ধারণা ছিল একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ম্যাচে ক্রোয়শিয়া-ফ্রান্স ম্যাচে। ক্রোয়েটদের সামনে সুযোগ ছিল ২০১৮ বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিষোধ নেওয়ার। সেই সুযোগ শতভাগ লুফে নিয়ে ফরাসিদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল ক্রোয়শিয়া।
এই ম্যাচে ৩৯ বছরের লুকা মদ্রিচের সামনে রীতিমত মুখ থুবড়ে পড়লেন ২৬ বছর বয়সী কিলিয়ান এমবাপে। অন্যদিকে ভাগ্য সহায় হচ্ছিল না ফ্রান্স দলের। বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ন্যাশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়শিয়ে। ফলে সেমি ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে মদ্রিচরা।
ঘরের পলজাড স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য বেশ চাপে ছিল ক্রোয়শিয়া। ফরাসিরা একের পর এক আক্রমণে দারুণ পরীক্ষা নিচ্ছল স্বাগতিক ডিফেন্সের। তবে জালের দেখা পাচ্চছিল না। এসবের মাঝে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ক্রোয়েটরা। তবে স্ট্রাইকার আন্দ্রেজ ক্রামারিচ পেনাল্টি মিস করায় সেই সুযোগ হাতছাড়া হয়।
আরো পড়ুন:
ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-যুক্তরাজ্যের
ফ্রান্সে রাশিয়ার কনস্যুলেটে ককটেল হামলা
তবে ম্যাচের ২৬ মিনিটে ইভান প্যারিসিচের অ্যাসিস্টে গোল করেন আন্টে বুদিমির। ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স এরপর আক্রমণ শাণিত করে। এসবের মাঝে এমবাপের শট আটকে দেন ক্রোয়েট গোলরক্ষক। ফরাসিরা ম্যাচে তো ফিরতেই পারেনি উল্টো প্রথমার্ধের শেষ দিকে প্যারিসিচ নিজে গোল করে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা অব্যাহত রাখে দিদিয়ার দেশমের দল। তবে লাভ হয়নি।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ক ল য় ন এমব প প ফ ইন ল
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।