অফ স্টাম্পের বাইরের ডেলিভেরিতে সমস্যা ছিল তার। রান পেলেও স্ট্রাইক রেট ছিল না মানানসই। সব ঝামেলা যেন জাদুর মতো ঠিক হয়ে গিয়েছে নাঈম শেখের। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সেই ধারাবাহিকতা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। সম্ভবত ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এই বাঁহাতি ওপেনার।

চলতি ডিপিএলে রানের বন্যা বসিয়ে দেওয়া নাঈম, শুক্রবারও (২১ মার্চ) পেয়েছেন শতকের দেখা। তার ঝড়ো গতির সেঞ্চুরির সুবাদে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হেসেখেলে ৯ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

বিকেএসপির ৩ নম্বর মাঠে, টসে জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংকের অধিনায়ক ইরফান শুক্কুর। ব্যাট করতে নেমে মাত্র ৪৮.

৪ বল খেলে মাত্র ১৫৯ রানে অলআউট হয় শাইনপুকুর। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ফারজান আহমেদ। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নিন পেসার শফিকুল ইসলাম ও স্পিনার নাজমুল হোসেন অপু।

আরো পড়ুন:

কষ্টের জয়ে শীর্ষেই রইল আবাহনী

বৃথা গেল সোহানের সেঞ্চুরি, মোহামেডানের আরও একটি জয়

ছোট রান তাড়া করতে নেম শুরু হয় নাঈমের বিধ্বংসী ব্যাটিংয়। ফলে কখনোই মনে হয়নি ম্যাচে আছে শাইনপুকুর। ধুমধাড়াক্কা ব্যাটিংয় ৩৬ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি। আরেক ওপেনার সাব্বির হোসেনও ছিলেন দারুণ সাবলীল। ৪৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।

অন্যপ্রান্তে নাঈম ছিলেন অবিচল। ফিফটি ছুঁয়ে প্রতাপের সঙ্গে এদিয়ে যেতে থাকেন শতকের দিকে। ৬৩ বলে তিন অংকের দেখা পাওয়া নাঈম শেষ পর্যন্ত টিকে থেকে ৬৪ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। তার ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কায়। অন্যদিকে ১১ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন শাহাদাত হোসেন দিপু। এই দুইজনের ৪২ রানের জুটিতে, মাত্র ২০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬২ রান করে প্রাইম ব্যাংক।

চলমান ডিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সাত ম্যাচে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে এর মাঝেই ৪৫৯ রান করে ফেলেছেন নাঈম। স্ট্রাইক রেট ১২০.৭৯।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এই সরকারও আমলাতন্ত্রের চাপে!

চব্বিশের গণ-অভ্যুত্থান নতুন যে জন-আকাঙ্ক্ষা তৈরি করেছে, সেখানে নিশ্চিত করেই জনপ্রশাসন সংস্কারের প্রশ্নটি নাগরিকদের কেন্দ্রীয় একটি চাহিদা। কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতোই পদ ছাড়া পদোন্নতি দিচ্ছে, তাতে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই। কেননা, আগের সরকার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী হয়ে উঠেছিল যে কয়টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে, তার অন্যতম আমলাতন্ত্র।

জনপ্রশাসনকে রাজনীতিকরণের বৃত্ত ভেঙে জনবান্ধব করার একটা বড় সুযোগ এনে দিয়েছিল অভ্যুত্থান। কিন্তু শুরু থেকেই অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের ওপর অতিনির্ভরশীল হয়ে ওঠায় সেই সুযোগ অনেকটাই হাতছাড়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিরোধিতার কারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের বড় কোনো সুপারিশ বাস্তবায়ন করতে পারেনি সরকার। অন্যদিকে বেতন বাড়াতে গঠন করা হয়েছে বেতন কমিশন। কিছু মুখকে সরিয়ে দেওয়া ছাড়া জনপ্রশাসনে সেই পুরোনো চর্চা অব্যাহত রয়েছে। বিশেষ করে পদ ছাড়া পদায়নের ক্ষেত্রে জনপ্রশাসনে যেভাবে আগের সরকারের চর্চার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে, সেটা যারপরনাই দুঃখজনক।

প্রথম আলোর খবর জানাচ্ছে, উপসচিব স্তরে যেখানে আগে থেকেই পদের চেয়ে ৬০০ কর্মকর্তা বেশি রয়েছেন, সেখানে আগস্ট মাসে নতুন করে ২৬৮ জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদেও পদোন্নতির আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক সরকারের আমলে জনপ্রশাসনে হরেদরে পদোন্নতি দেওয়ার অনেক নজির আছে। এর কারণ একটাই, আমলাতন্ত্রকে তুষ্ট রাখা। অন্তর্বর্তী সরকার এই চর্চায় ছেদ ঘটাতে পারবে, সেটাই সবাই প্রত্যাশা করেছিল।

পরিহাসের বিষয় হচ্ছে, জনপ্রশাসনে পদ ছাড়া পদোন্নতি দেওয়ার পর বেশির ভাগ কর্মকর্তাকে আগের জায়গাতেই রেখে দেওয়া হয়। এর মানে হচ্ছে তাঁরা আগের দায়িত্বই পালন করেন, কিন্তু মাঝখান থেকে বেতন-ভাতা বাড়ে। উপসচিব পর্যায়ের কর্মকর্তারা তিন বছর চাকরি পাওয়ার পর বিনা সুদে গাড়ি কেনার জন্য ঋণসুবিধা পান। অন্তর্বর্তী সরকারের আমলে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাদের যেভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, তার দৃষ্টান্তও খুব বেশি নেই। অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে ও অন্য ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।

জনপ্রশাসনের মেধাবী ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পেয়ে পরের ধাপে যাবেন, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু পদ না থাকার পরও কেন পদায়ন করা হবে? এ ক্ষেত্রে সরকারকে পর্যালোচনা করে দেখা প্রয়োজন, জনপ্রশাসনের বিভিন্ন স্তরে পদ বাড়ানো যায় কি না। আবার যেখানে এমনিতেই পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা বেশি, সেখানে অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়োগ দেওয়া কতটা যৌক্তিক?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও জনপ্রশাসনবিশেষজ্ঞ সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেছেন, জনপ্রশাসনে পদ ছাড়া পদোন্নতি দেওয়া যায় না। তবে বিশেষ ক্ষেত্রে মেধাবীদের পদোন্নতি দেওয়ার সুযোগ রয়েছে। এরপরও কেন এমন পদোন্নতি—সেই ব্যাখ্যায় তিনি বলেছেন, সরকার সম্ভবত আমলাতন্ত্রের চাপে রয়েছে। এই ধারণা শুধু তাঁর একার নয়, নাগরিক পরিসরের
বিস্তৃত একটি ধারণাও। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এর পরিষ্কার ব্যাখ্যা হাজির করা উচিত।

মাথাভারী আমলাতন্ত্র সরকারি সেবা নাগরিকের কাছে ঠিকভাবে পৌঁছানোর ক্ষেত্রে বড় একটা বাধা। অন্যদিকে সরকারকে এখানে বিশাল ব্যয়ের বোঝা বহন করতে হয়। ফলে মাঠ প্রশাসন থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত একটি সামঞ্জস্যপূর্ণ ও গতিশীল জনপ্রশাসনই সবাই প্রত্যাশা করে। জনপ্রশাসনের সব স্তরে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতেই হতে হবে।

সম্পর্কিত নিবন্ধ