Samakal:
2025-11-03@22:32:37 GMT

বাবরের রেকর্ড ভাঙলেন নওয়াজ

Published: 21st, March 2025 GMT

বাবরের রেকর্ড ভাঙলেন নওয়াজ

ভাগ্যগুণে তৃতীয় সুযোগটা পেয়েছিলেন হাসান নওয়াজ। নইলে প্রথম দুই ম্যাচে জোড়া শূন্য পাওয়ার পর এ সিরিজে আর তাঁর মাঠে নামার কথা ছিল না। তবে পাওয়া সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন নওয়াজ। ৪৪ বলে ১০০ করে টি২০ ফরম্যাটে হয়েছেন পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান। ভেঙে দিয়েছেন বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড।

সে সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত জয়। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে কিউইদের ২০৪ রান ৪ ওভার হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে গেছে পাকিস্তান।

প্রথম ম্যাচে ২ বলে শূন্য ও পরের ম্যাচে ৩ বলে শূন্য রানে আউট হওয়া নওয়াজ গতকাল নেমেছিলেন একটি রানের আশায়। সেই ১ রান তো নিয়েছেনই, সঙ্গে করেছেন রেকর্ড সেঞ্চুরিও। ৯ উইকেটের জয়ের পর হাসিমুখে সে কথাই বলেছেন নওয়াজ, ‘একটা ভাবনা আমার মাথায় ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১ রান করতে হবে। সেটা পাওয়ার পর আমি স্বস্তি অনুভব করেছি এবং চাপ কেটে গেছে।’ 

আর তৃতীয় সুযোগের জন্য ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক আগা সালমান ও সহ-অধিনায়ক সাদাব খানকে, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছি, তাতে বেশ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু অধিনায়ক ও সহ-অধিনায়ক আমাকে সমর্থন দিয়ে গেছেন। তারা বলেছেন, আমি ম্যাচ উইনার, এটাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।’ 

ইডেন পার্কে গতকাল তৃতীয় টি২০তে মার্ক চ্যাপম্যানের ৪৪ বলে ৯৪ রানের ইনিংসে ২০৪ রান তোলে কিউইরা। জবাব দিতে নেমে ৫.

৫ ওভারে পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ ৭৪ রান তুলে নেন। ২০ বলে ৪১ রান করে হারিস আউট হলেও নওয়াজ অধিনায়ক সালমানকে নিয়ে ম্যাচ জিতিয়ে আসেন। নওয়াজ ৪৫ বলে ১০৫ এবং সালমান ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল ন নওয় জ

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ