ভাগ্যগুণে তৃতীয় সুযোগটা পেয়েছিলেন হাসান নওয়াজ। নইলে প্রথম দুই ম্যাচে জোড়া শূন্য পাওয়ার পর এ সিরিজে আর তাঁর মাঠে নামার কথা ছিল না। তবে পাওয়া সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন নওয়াজ। ৪৪ বলে ১০০ করে টি২০ ফরম্যাটে হয়েছেন পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান। ভেঙে দিয়েছেন বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড।
সে সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত জয়। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে কিউইদের ২০৪ রান ৪ ওভার হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে গেছে পাকিস্তান।
প্রথম ম্যাচে ২ বলে শূন্য ও পরের ম্যাচে ৩ বলে শূন্য রানে আউট হওয়া নওয়াজ গতকাল নেমেছিলেন একটি রানের আশায়। সেই ১ রান তো নিয়েছেনই, সঙ্গে করেছেন রেকর্ড সেঞ্চুরিও। ৯ উইকেটের জয়ের পর হাসিমুখে সে কথাই বলেছেন নওয়াজ, ‘একটা ভাবনা আমার মাথায় ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১ রান করতে হবে। সেটা পাওয়ার পর আমি স্বস্তি অনুভব করেছি এবং চাপ কেটে গেছে।’
আর তৃতীয় সুযোগের জন্য ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক আগা সালমান ও সহ-অধিনায়ক সাদাব খানকে, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছি, তাতে বেশ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু অধিনায়ক ও সহ-অধিনায়ক আমাকে সমর্থন দিয়ে গেছেন। তারা বলেছেন, আমি ম্যাচ উইনার, এটাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।’
ইডেন পার্কে গতকাল তৃতীয় টি২০তে মার্ক চ্যাপম্যানের ৪৪ বলে ৯৪ রানের ইনিংসে ২০৪ রান তোলে কিউইরা। জবাব দিতে নেমে ৫.
উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল ন নওয় জ
এছাড়াও পড়ুন:
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক
রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।
স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।