শেষ পর্যন্ত ক্যাম্পে ফিরছেন নারী দলের বিদ্রোহী ১৮ ফুটবলার। আগামী ৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প, যেখানে যোগ দেবেন সাবিনা খাতুন, মারিয়া মান্দা, মাসুরা পারভীনসহ সবাই। পরদিন ৭ এপ্রিল থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন।  

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, ৫৫ নারী ফুটবলারকে ইতোমধ্যে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য ক্ষুদেবার্তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন বিদ্রোহী ১৮ ফুটবলারের সবাই।  

বাফুফে সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, '৬ এপ্রিল ক্যাম্প শুরু হচ্ছে। কোচ পিটার বাটলারও ওই দিনই দেশে ফিরবেন। ৭ এপ্রিল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২০ ও সিনিয়র দলের অনুশীলন।'

এই ক্যাম্প সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে জুনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ ও জুলাইয়ের এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য।  

উল্লেখ্য, জাতীয় দলের আরব আমিরাত সফরের আগেই সিনিয়র ফুটবলাররা বাফুফেকে বিদ্রোহের অবসানের বার্তা দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী মাঠে ফিরছেন তারা। ঈদের পর মাসুরা পারভীন ও রূপনা চাকমা ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাবেন বলেও জানা গেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র ফ টবল র ফ টবল র

এছাড়াও পড়ুন:

‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল

বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’

স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।

এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’

ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ

সম্পর্কিত নিবন্ধ