ফেসবুকে লিখেই মানুষের মুখে ফোটান হাসি
Published: 22nd, March 2025 GMT
সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ৫২ পরিবারের অন্ধ, প্রতিবন্ধী, বিধবা ও অসহায় মানুষের মাঝে ২ লাখ ৬০ হাজার টাকার রোজা ও ঈদসামগ্রী তুলে দেন স্থানীয় তরুণ সংগঠক ও উদ্যোক্তা মামুন বিশ্বাস। তিনি বলেন, ‘কারও অভাব দেখলে আমি স্বাভাবিক থাকতে পারি না। কারও কষ্ট আমাকে ব্যথিত করে তোলে। আমার অনেক টাকা নেই। তবে ফেসবুক আছে। কেউ কোনো সমস্যায় পড়লে আমার কাছে এলে আমি তার সম্পর্কে বিস্তারিত জেনে ফেসবুকে তা তুলে ধরি। এরপর দেশ-বিদেশের মানুষ আমাকে বিশ্বাস করে সেই মানুষটির পাশে দাঁড়ায়। এই এক ফেসবুক পোস্টের মাধ্যমে কতো মানুষের উপকার করেছি তার ইয়ত্তা নেই! এই রমজান এবং ঈদকে ঘিরে আমার পরিচিত কয়েকজন ফেসবুক ভাইবোন টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে ৫২ অসচ্ছল পরিবারে পুরো রমজান মাসের খাবার এবং ঈদসামগ্রী বিতরণ করি। এর জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর,
উল্লাপাড়া, বেলকুচি ও এনায়েতপুরের প্রত্যন্ত অঞ্চল বেছে নেওয়া হয়।’
মামুন বিশ্বাসের জন্ম আর বেড়ে ওঠা প্রত্যন্ত গ্রামে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামে। পড়াশোনা করেছেন সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। বাবা স্কুলশিক্ষক আর বড় ভাই ব্যবসা করেন। ভাইয়ের সঙ্গে ব্যবসা দেখাশোনার পাশাপাশি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এই যুবক। মূলত আর্থিকভাবে অসচ্ছল বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মামুন বিশ্বাসের কাজ। মামুন যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষের পাশে দাঁড়ান সেই ফেসবুক আইডিতে আছে এক লাখের মতো ফলোয়ার।
তাদের কাছে সহায়তা চেয়ে পোস্ট দিলেই মুহূর্তেই চলে আসে কাঙ্ক্ষিত অর্থ। তখনই মামুন আরেকটি পোস্ট দিয়ে সবাইকে জানিয়ে দেন, টাকার ব্যবস্থা হয়েছে আর প্রয়োজন নেই। অসহায় ব্যক্তি বা পরিবারের হাতে টাকা তুলে দিয়ে সব হিসাব ফেসবুকেই জানিয়ে দেন মামুন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ সব ক স র জগঞ জ ফ সব ক অসহ য়
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব