ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিং দেয় শিক্ষার্থীদের। এ জন্য দরখাস্ত আহ্বান করেছে। আইডিবি ১১ বছর ধরে ভোকেশনাল স্কলারশিপের অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা প্রদান করে আসছে।

আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। এখন পর্যন্ত ১ হাজার ৭৪১ জন এ স্কলারশিপের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

সুযোগ-সুবিধা

*ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ;

*থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং;

*প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ;

*চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ;

*চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা;

যেসব কোর্সে ট্রেনিং—

*ইলেকট্রিক্যাল ওয়ার্কস;

*ইলেকট্রনিকস;

*রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং;

*ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন;

*মেশিনিস্ট;

আবেদনকারীর জন্য নির্দেশাবলি—

*শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য;

*একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন;

*জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে;

আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.

৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫যেসব কাগজপত্র দরকার—

*জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর;

*ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে;

*পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে;

*প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না;

*ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে;

মডেল: ইয়াসফি ও হাদী

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন

বৃত্তি নিয়ে যারা বাইরে পড়াশোনা করতে চান তাদের জন্য ৭টি বৃত্তিতে আবেদনের সুযোগ আছে। আগামী ২ দিন সুযোগ আছে এসব বৃত্তিতে আবেদনের। এসব বৃত্তিতে অষ্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, আমেরিকা, পাকিস্তান ও ভারতে পড়াশোনার সুযোগ মিলবে। এসব বৃত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে পড়াশোনা করা যাবে। কাড়ি কাড়ি অর্থের পাশাপাশি মিলবে নানা সুযোগ। এই সাতটি বৃত্তিতে আবেদন শেষ হবে ৩০ এপ্রিলের মধ্যে। এসব বৃত্তিতে আবেদনের পদ্ধতি, সুযোগ–সুবিধাসহ বিস্তারিত দেখুন নিচে—

১. আইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ—
আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই আইডিবি-বিআইএসইডব্লিউ ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য। থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে মিলবে ট্রেনিং, প্রশিক্ষণের সময় মেল মাসিক ৫০০ টাকা হাতখরচ। ১৮ থেকে ২৬ বছর বয়সীরা আবেদন করতে চাইলে এখানে ক্লিক https://apply.isdb-bisew.info/ করুন।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১৪ ঘণ্টা আগে

২. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে আবেদন শুরু, আইএলটিএসে ৬.৫ অথবা টোয়েফলে ৮৪ হলে আবেদন—
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের যে যে বৃত্তি দেয় সেগুলোর মধ্য অন্যতম একটি অ্যাওয়ার্ডস স্কলারশিপ। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। ২০২৫ সালের জন্য বিশ্বের ৫৫ টি দেশের ১ হাজার ৫৫১ জন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ পাবেন। ১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে চাইলে এখানে ক্লিক করুন

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫বৃত্তি নিয়ে স্লোভেনিয়ার ইউনিভার্সিটি অব ম্যারিবরে আইইউবির চার শিক্ষার্থী

সম্পর্কিত নিবন্ধ

  • ৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন