ঈদে মুক্তির অপেক্ষায় বেশির ভাগ সিনেমাই এখন প্রচারে সরব রয়েছে। কোনো কোনো সিনেমা রয়েছে সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার অপেক্ষায়। বলা যায়, এগিয়ে আছে সব সিনেমা। সেখানে শাকিব খানের ‘বরবাদ’ নিয়ে এখনো রয়ে গেছে শঙ্কা। ঈদের সিনেমা হিসেবে দিন যত যাচ্ছে, মুক্তির সম্ভাবনা কতটা রয়েছে, সেই প্রশ্নও এখন ঘুরছে।

বাংলা সিনেমা–সংশ্লিষ্ট বেশ কিছু ফেসবুক গ্রুপে গতকাল রাত থেকে একাধিক সিনেমা সমালোচক ও শাকিব–ভক্ত দুশ্চিন্তার কথা জানিয়েছেন। তাঁরা কেউ কেউ লিখেছেন, ঈদ হতে পারে শাকিবহীন। তাহলে সেটা সিনেমার জন্য হবে অশনিসংকতে। কারণ, শাকিবহীন ঈদ সিনেমাকে পিছিয়ে দেবে।

‘বরবাদ’–এ শাকিব খানের লুক। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ