পাকিস্তানকে রেকর্ড রানে হারিয়ে সিরিজ কিউইদের
Published: 23rd, March 2025 GMT
নতুন দল নিয়ে টি-২০ সিরিজ খেলছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটিতে সহজেই জয় তুলে নেয় স্বাগতিক কিউইরা। তবে তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৯ উইকেটে জেতে পাকিস্তান। সেঞ্চুরি করেন হাসান নওয়াজ।
চতুর্থ ম্যাচে আবার পুরনো পাকিস্তানের দেখা মিলেছে। নিউজিল্যান্ডের রান চাপায় পড়ে ১১৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে সালমান আঘার দল। রানের হিসাবে টি-২০ তে যা ব্ল্যাক ক্যাপসদের দ্বিতীয় সর্বাধিক রানের জয়।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান তোলে নিউজিল্যান্ড। টপ অর্ডারে দলটির চার ব্যাটারই রান পান। এর মধ্যে ওপেনার টিম শেইফার্ট ২২ বলে ৪৪ রান করেন। তিনটি চার ও চারটি ছক্কা মারেন তিনি। অন্য ওপেনার ফিন অ্যালেন ২০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চারের সঙ্গে তিনটি ছক্কা আসে।
তিনে নামা চাপম্যান ১৬ বলে ২৪ ও চারে নামা ড্যারেল মিশেল ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলেন। অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৬ বলে ৪৬ রান যোগ করেন। পাঁচটি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন তিনি। জবাবে ১৬.
সফরকারী দল ৯ রানে ৩ উইকেট হারায়। ওপেনার হারিস ২, নওয়াজ ১ ও অধিনায়ক সালমান আঘা ১ রান করে সাজঘরে ফিরে যান। চারে নামা ইরফান খান ২৪ ও লোয়ার মিডলের আব্দুস সামাদ ৪৪ রানের ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ৪টি ও জাকারি ফলকেস ৩ উইকেট নেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট ২০ স র জ উইক ট
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি