মাদকসেবন করিয়ে এক তরুণীকে নির্যাতনের অভিযোগে খুলনার আলোচিত নারী মোটরসাইকেল প্রশিক্ষক এশা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এশা মোটরসাইকেল প্রশিক্ষণের সঙ্গে তরুণীদের মধ্যে মাদক সরবরাহ করতেন। শনিবার এক মেয়েকে মাদকসেবন করিয়ে নির্যাতনের ফলে সে অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা তরুণীকে নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রওনা দেয়। পথে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে এশা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় নৌবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন। রোববার এশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হেমাঙ্গ বিশ্বাসের গান অবলম্বনে নাটক ‘জন হেনরি’

মে দিবস সারাবিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। থাকছে নাটক ‘জন হেনরি’। 

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া ‘নাম তার ছিল জন হেনরি’ গানের ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরি’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এবার টেলিভিশনের জন্য নাট্যরূপ দিয়েছেন। এর দৃশ্যধারণ হয়েছে বিটিভির স্টুডিওতে।

অভিনয়ে আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, শাওন, রানা প্রমুখ। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি বিটিভিতে আজ রাত ৯টায় 
প্রচার হবে।

সম্পর্কিত নিবন্ধ