রাজনীতির বাইরেও অনেক কিছু করার আছে: তারেক রহমান
Published: 23rd, March 2025 GMT
রাজনীতির বাইরেও অনেক কিছু করার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে’ এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্দেশে তারেক রহমান বলেন, এখানে যারা আছি, আমরা সবাই রাজনীতি করি এবং রাজনীতি কর্মী। কিন্তু রাজনীতির বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক সুযোগ আছে এবং অনেক কিছু করার আছে। আমাদের যার যেটাই অবস্থান, প্রত্যেকেই আমরা করতে পারি।
তিনি বলেন, বহু মানুষ আছেন, যাদের আমরা উৎসাহ দিলে এ ধরনের কাজে সম্পৃক্ত হবে। নিজের অবস্থান থেকেই তারা করবেন। যে মানুষগুলো এখনও সম্পৃক্ত না, এ রকম মানুষদের যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি তাহলে আরও কিছু মানুষ সহযোগিতা পাবে। যেটাতে সমাজ, দেশের উপকার হবে। আসুন আজকে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা চেষ্টা করি, কিছু মানুষকে উৎসাহিত করার জন্য- যাদের পক্ষে সম্ভব। আমাদের সঙ্গে আসার দরকার নাই। তারা তাদের নিজ অবস্থান থেকেই করুক। তাহলে আরও কিছু মানুষ সহযোগিতা পাবে।
আমরা বিএনপি পরিবার গঠনের শুরুর দিকের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি আমরা ধরে রাখব, এটি আমরা চালিয়ে নিয়ে যাব, এখানে থামার কোনো বিষয় নেই। এটি আমাদের চালিয়ে যেতে হবে। এটি আমরা করে যাব, যতটুকু আমরা পারি। কতটুকু পারলাম, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে, আমরা চেষ্টা করেছি।
আমরা বিএনপি পরিবারর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেল প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ত র ক রহম ন ব এনপ র পর ব র আম দ র র জন ত রহম ন
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ