পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঈদ জামাত হবে: আসিফ মাহমুদ
Published: 23rd, March 2025 GMT
রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রোববার বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন তিনি।
ঈদের জামাতের বিষয়ে আজ রোববার এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হবে। তবে জাতীয় ঈদগাহ মাঠ ও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ উদ্যাপনের দিক থেকে পার্থক্য থাকবে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের পাশাপাশি মেলা, আনন্দমিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘এবারের ঈদকে নতুনভাবে, সুন্দরভাবে উদ্যাপন করতে চাচ্ছি। দেখা যায় ঈদের দিন টিভি দেখে অথবা ঘুমিয়ে এই প্রজন্ম সময় কাটাচ্ছে। সেই জায়গা থেকে এবারের ঈদটা নতুনভাবে আয়োজন করার, উদ্যাপন করার উদ্যোগ নিচ্ছি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ আছে, সেখানে এবার কেন্দ্রীয়ভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।’
গ্রামের ঈদগাহের পাশে ছোট করে যেমন মেলা থাকে, বাণিজ্য মেলার মাঠেও এবারের ঈদ আয়োজনে তেমন মেলা থাকবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, যেখানে বাচ্চারা ও শিশু–কিশোরেরা কেনাকাটা করতে পারবে।
আসিফ মাহমুদ বলেন, ‘পুরাতন ঐতিহ্য যেটা সুলতানি আমলে হয়েছে, ১৮০০ সালের দিকেও এই অঞ্চলের মানুষ ঈদের নামাজের পর একটা র্যালি করত, মিছিল করত, সেই ঐতিহ্যকে আবার রিভাইভ (পুনরুজ্জীবিত) করতে চাই। এবারের ঈদের নামাজের পর একটা ঈদ র্যালি আয়োজন করা হবে। বর্ণাঢ্য ঈদ আনন্দমিছিল হবে। সেই আয়োজনে নগরবাসীকে আহ্বান জানাব আসুন, এবার একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।’
আনন্দমিছিলের পরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে। এ বিষয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।
জাতীয় ঈদগাহের পাশাপাশি কেন এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, এরও একটা ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ঢাকার দক্ষিণ পাশে পড়ে যায়। সে ক্ষেত্রে দেখা যায় মোহাম্মদপুর, মিরপুর ও উত্তর ঢাকার অধিকাংশ মানুষ দূরত্বগত কারণে এখানে আসতে পারেন না। জায়গা সংকুলান নিয়েও একটা ব্যাপার আছে। সেই জায়গা থেকে মনে হয় পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত হলেও জাতীয় ঈদগাহ মাঠের ঈদের জামাত কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ত য় ঈদগ হ ঈদ র জ ম ত য় ঈদগ হ ম অন ষ ঠ আনন দ
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
আরো পড়ুন:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ