হামজার সঙ্গে আমাদের ভালো বন্ধুত্ব হয়েছে: তপু
Published: 23rd, March 2025 GMT
ভারতের বিপক্ষে ২৫ মার্চের ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেন্টারব্যাক ও দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার হিসেবে তপু বর্মণের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। সেই দায়িত্বপালনে প্রস্তুত তপু।
শিলংয়ে আজ বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে তপু বলেন, ‘এই ম্যাচে বড় দায়িত্ব থাকবে আমার ওপর। সবচেয়ে বড় ব্যাপার হবে গোল না খাওয়া এবং একই সঙ্গে দলকে উজ্জীবিত করা। লক্ষ্য থাকবে, আমার সঙ্গে রক্ষণে যে তিনজন থাকবে, তাদের নিয়ে যেন ভালো ফাইট দিতে পারি এবং গোল যেন না খাই।’
শুধু গোল আটকানো নয়, গোল করার দিকেও থাকবে তাঁর নজর। সাফ চ্যাম্পিয়নশিপে ৪টিসহ জাতীয় দলে ৬০ ম্যাচে ৬ গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে ২৩ গোল।বাংলাদেশের অনেক শীর্ষ ফরোয়ার্ডেরও এত গোল নেই। জাতীয় দলের ফুটবলারদের মধ্যে তপুর গোলই এখন সবচেয়ে বেশি। ১৫ ম্যাচে শেখ মোরছালিনের ৫ গোল, নাবিব নেওয়াজের ৩০ ম্যাচে ৫ গোল। রাকিবের ৪১ ম্যাচে ৪ গোল। এ মৌসুমে ঘরোয়া ফুটবলে ৭ গোল করেছেন তপু। তিনটি করে লিগ ও ফেডারেশন কাপে। একটি চ্যালেঞ্জ কাপে।
আরও পড়ুনহামজা আসলে কতটা ভালো, কী বলছেন তাঁর বাংলাদেশ-সতীর্থ১৪ ঘণ্টা আগেনিজের গোল করার দক্ষতা থেকেই ভারত ম্যাচে গোল করতে চান তপু। তাই তো বলেন, ‘ঘরোয়া মৌসুমে আমি এবার ৭টি গোল করেছি। এটা আমাকে উজ্জীবিত করে, যাতে দেশের জন্য গোল করতে পারি। আসল লক্ষ্য থাকবে গোল যেন না খাই এবং গোল করতে পারি।’
অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন হামজারা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন