মোগল আমলের নিদাড়িয়া মসজিদে এখনো নামাজ পড়েন মুসল্লিরা, দেখতে আসেন দূরদূরান্তের মানুষ
Published: 24th, March 2025 GMT
লালমনিরহাট জেলার প্রাচীন স্থাপত্যের একটি উজ্জ্বল নির্দশন হিসেবে কয়েক শ বছর ধরে গৌরবের সঙ্গে টিকে আছে নিদাড়িয়া মসজিদ। মোঘল আমলে নির্মিত মসজিদটিতে এখনো নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। আশপাশের এলাকার পাশাপাশি দূরদূরান্ত থেকেও সাধারণ মানুষ দেখতে আসেন মসজিদটি।
রংপুর-কুড়িগ্রাম সড়কের প্রায় দুই কিলোমিটার দক্ষিণে লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ মৌজায় নিদাড়িয়া মসজিদের অবস্থান। মসজিদের নির্মাতা সম্পর্কে খোদাই করা তথ্য বোধগম্য না হলেও শিলালিপিতে নির্মাণকাল ১১৭৬ হিজরি বলে উল্লেখ করা হয়েছে। ইট ও চুন-সুরকি দিয়ে নির্মিত তিন গম্বুজ ও তিন দরজাবিশিষ্ট মসজিদটির দৈর্ঘ্য ৪২ ফুট এবং প্রস্থ ১৬ ফুট ৮ ইঞ্চি। মসজিদের পশ্চিম দেয়াল থেকে বর্ধিত কোনো মিহরাব নেই। দেয়ালের ভেতরের দিকের সামান্য ফাঁকা অংশ মিহরাব হিসেবে ব্যবহৃত হয়। দরজার কাছের দেয়ালের পুরুত্ব ৩ ফুট।
মসজিদটির দেয়াল বরাবর ওপরে চারদিকে ছোট–বড় মিনার রয়েছে ১২টি। সামনে প্রাচীরের প্রবেশপথের দক্ষিণ দিকে ১৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের একটি হুজরাখানা রয়েছে।
১৯৯৭ সালে নিদাড়িয়া মসজিদটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি লাভ করে। মসজিদ–সংলগ্ন স্থানে বাংলা ও ইংরেজিতে জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগের স্থাপন করা সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের ওপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনে সর্বাধিক এক বছর পর্যন্ত জেল, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
দূরদূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ নিদাড়িয়া মসজিদটি দেখতে আসেন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মসজ দ
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন