উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ফ্রান্স ও স্পেনকে। দুই দলই দুই লেগ শেষে সমতায় থাকায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর সেখানেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ও লামিন ইয়ামালের স্পেন। শেষ চারেই এবার মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি।

প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা। ৫২ মিনিটে ওলিসে এবং ৮০ মিনিটে দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। দুই লেগ শেষে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে গোল না হলে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ফ্রান্স। টাইব্রেকারে ফ্রান্সের হয়ে শট মিস করেন কুন্দে ও থিও হার্নান্দেজ। ক্রোয়েটরা মিস করে তিনটিতে। মার্টিন বাটুরিনার পর ব্যর্থ হন ফ্রাঞ্জো ইভানোভিচ ও স্টানিচিস।

অন্যদিকে, স্পেনেরও ছিল রোমাঞ্চকর লড়াই। প্রথম লেগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। দ্বিতীয় লেগেও ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে ওয়ার্জিবালের গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে ডিপে পেনাল্টি থেকে সমতা ফেরান। পরে ওয়ার্জিবাল ফের লিড দিলেও ইয়ান ম্যাটসেন আবার সমতায় ফেরান ডাচদের। অতিরিক্ত সময়ে ইয়ামালের গোলে স্পেন আবার এগিয়ে যায়, কিন্তু জাভি সিমন্সের পেনাল্টিতে আবারও সমতা ফেরে। দুই লেগে ৫-৫ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে স্পেন ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয়। স্পেনের হয়ে শুধু ইয়ামাল শট মিস করেন, আর নেদারল্যান্ডসের পক্ষে ব্যর্থ হন ল্যাং ও মালেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ