ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় একটি নবজাতক করা উদ্ধার হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৯টায় উপজেলায় জামালপুর ইউনিয়নে মহেসালী গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

স্থানীয় শানু আক্তার জানান, সকালে জমিতে কাজ করতে ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। একটু ভিতরে গিয়ে দেখেন, একটি মেয়ে নবজাতক কান্না করছে। এরপর নবজাতকটি উদ্ধার করে তিনি বাসায় নিয়ে আসেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, বাচ্চাটির পিতামাতার খোঁজ করা হচ্ছে। যদি খুঁজে পাওয়া যায়, তাদের কাছে হস্তান্তর করা হবে। না হয় শিশুটিকে নিজের কাছে রাখতে ইচ্ছুক থাকলে তাকে বিবেচনায় নেওয়া হবে।

আরো পড়ুন:

হাসপাতালে টয়লেটের পাইপে নবজাতক

গুলিতে আহত অন্তঃস্বত্ত্বা জন্ম দিলেন ছেলে সন্তান

ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.

আবুল বাসার মো. সায়েদুজ্জামান জানান, শিশুটি প্রাথমিকভাবে সুস্থ বলে মনে হয়েছে। তবে যেহেতু দীর্ঘ সময় খালি গায়ে মাটিতে পড়ে ছিল, তাই স্বাস্থ্য পরীক্ষার জন্যে হাসপাতালে নেওয়া হবে।

ঢাকা/হিমেল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঠ ক রগ

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ