ঈদযাত্রায় ঘরমুখী মানুষের নিরাপত্তা ও যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বাড়তি টহল জোরদার করেছে হাইওয়ে পুলিশ। এর জন্য আট শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি যানজটপ্রবণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সহায়তায় কাজ করবে তিন শতাধিক রোভার স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবক।

সোমবার (২৪ মার্চ) এ সব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আলম।

খায়রুল আলম বলেন, ‘‘সম্প্রতি মহাসড়কের কুমিল্লা অংশে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। তারপর থেকে আমার নেতৃত্বে প্রতি রাতে মহাসড়কের টহল জোরদার করা হয়। এতে করে ডাকাতিরোধসহ ডাকাত আটক করা হয়। আমরা প্রতি রাতে এটি নিয়ে কাজ করছি।’’

আরো পড়ুন:

ঈদযাত্রায় ভোগাতে পারে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক

পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এবারের ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৬টি পয়েন্টে যানজটের আশঙ্কা মাথায় রেখে কাজ করছে হাইওয়ে পুলিশ। এরই মধ্যে দাউদকান্দি, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম এলাকায় সড়ক ঘেঁষে তৈরি করা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আরো জানা যায়, যানজটপ্রবণ ২৬টি পয়েন্টের মধ্যে অর্ধেকই কুমিল্লা জেলায়। এগুলো হচ্ছে দাউদকান্দি টোল প্লাজা, গৌরীপুর বাজার, চান্দিনা বাসস্ট্যান্ড, মাধাইয়া বাজার, বুড়িচংয়ের নিমসার বাজার, ক্যান্টনমেন্ট এলাকা, আলেখাচর বিশ্বরোড, পদুয়ার বাজার ইউটার্ন, সুয়াগাজি বাজার, মিয়াবাজার ও চৌদ্দগ্রাম বাজার। এ ছাড়া কুমিল্লার বাইরে মহাসড়কের লালপোল, ভাটিয়ারী পয়েন্ট, ফৌজদারহাট ইউটার্ন, বারবকুণ্ড বাজার, ছোট কুমিরা, কেডিএস মোড় ও সীতাকুণ্ড বাসস্ট্যান্ড এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এসব স্থানে অতিরিক্ত টহল ও বাড়তি নজরদারি রাখা হবে। 

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলেন, মহাসড়কে দুর্ঘটনা ঘটলে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিশেষ কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সড়কে কাজ করবে কমিউনিটি পুলিশও।

কুমিল্লা রিজিয়নে হাইওয়ে সেক্টরে থাকবে ২২টি চেকপোস্ট, দিন-রাত ৭২টি টহল টিম, যানবাহন চেকিং টিম ২২টি, ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ টিম ৩৮টি, বাসস্ট্যান্ডগুলোয় চেকিং টিম ১৩টি, সার্বক্ষণিক রেকার টিম ২২টি, অ্যাম্বুলেন্স ২৩টি, কুইক রেসপন্স টিম ২২টি, একটি কন্ট্রোলরুম ও অস্থায়ী কন্ট্রোলরুম ৬টি এবং একটি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, ঈদযাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ২৪ ঘণ্টা সহায়তা করবে।

এ বিষয়ে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার খাইরুল আলম জানান, ঈদে যাত্রীদের বিড়ম্বনা কমাতে এবার হাইওয়ে পুলিশ নানা উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। যত্রতত্র যাত্রী ওঠা-নামার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

ঢাকা/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ঈদয ত র য় হ ইওয়

এছাড়াও পড়ুন:

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।

সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ