আ. লীগের উগ্র সমর্থকদের শিক্ষার লক্ষণ নাই: এবি পার্টি
Published: 24th, March 2025 GMT
ছাত্র-জনতার অভ্যুত্থানে বিপর্যয়কর ক্ষমতাচ্যুতির পরও আওয়ামী লীগের উগ্রবাদী সমর্থকদের শিক্ষা ও পরিবর্তনের লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেপ্তারের গুজবে তিনি বলেছেন, এসব হাস্যকর তৎপরতা শেখ হাসিনার মাথা থেকেই আসা স্বাভাবিক।
গুজবের জবাব দিতে সোমবার রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন মজিবুর রহমান মঞ্জু। ব্যারিস্টার ফুয়াদ কেনো সংবাদ সম্মেলনে নেই এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদ একটি টেলিভিশনের পূর্বনির্ধারিত লাইভ অনুষ্ঠানে রয়েছেন।
মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আওয়ামী লীগের পয়সায় অন্ধ উগ্রবাদী সমর্থকরা পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে, তা নস্যাৎ করতেই চক্রটি কাজ করছে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।