ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস
Published: 25th, March 2025 GMT
ইউরোপের অন্য দেশের সঙ্গে লুক্সেমবার্গও উচ্চশিক্ষার জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠছে। দেশটি বিদেশি শিক্ষার্থীদের নানা বৃত্তি দেয়। এগুলোর অন্যতম একটি বৃত্তি হলো ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি। দেশটির অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এ বৃত্তি দেবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ বৃত্তির জন্য আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।
সুযোগ–সুবিধা
আংশিক অর্থায়ন: ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ বৃত্তির আওতায় নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেবে।
উপবৃত্তি: স্নাতকোত্তর শিক্ষার্থীরা দুই বছরে ১০ হাজার ইউরো পর্যন্ত অর্থ পেতে পারেন।
আবাসন–সুবিধা: লুক্সেমবার্গ সরকারের অর্থায়নে নির্বাচিত শিক্ষার্থীরা আবাসনের সুবিধা পাবেন।
প্রয়োজনীয় নথিপত্র
স্নাতক বা পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি।
পারসোনাল স্টেটমেন্ট।
দুটি রেকমেন্ডেশন লেটার।
মোটিভেশন লেটার।
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
প্রশংসাপত্রের অনুলিপি।
পূর্ববর্তী বছরের আয়করবিষয়ক নথি।
পারিবারিক অবস্থার বিবরণ।
আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ২৩ মার্চ ২০২৫আবেদনের যোগ্যতা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নন–ইইউ দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের একাডেমিক ভালো রেকর্ড থাকতে হবে।
আরও পড়ুনইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে২৪ মার্চ ২০২৫আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য ও আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন ১৭ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ক স মব র গ র জন য
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।