৩১ বছরের ছোট রাশমিকার মেয়ের নায়কও হতে চান সালমান
Published: 25th, March 2025 GMT
বহুদিন ধরেই বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন। বলা চলে, বিনোদন জগতে এটি ওপেন সিক্রেট। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও আকার ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে দিয়েছেন, সম্পর্কে রয়েছেন। সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন সালমান খানও।
‘সিকান্দার’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা। নায়ক-নায়িকার বয়সে ৩১ বছরের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচার অনুষ্ঠানে এই প্রসঙ্গে সালমানের মন্তব্য, “নায়িকার কোনও সমস্যা হচ্ছে না, তাহলে আপনার কিসের সমস্যা? এরপরে রাশমিকার বিয়ে হয়ে যাবে। ওর সন্তান সন্ততি হবে। তারাও তো বড় হয়ে কাজ করবে। মায়ের থেকে তারা অনুমতি তো পেয়েই যাবে।”
রাশমিকা সম্পর্কে সালমান আরও বলেছেন, “ও নিজের সেরা অভিনয়টা করেছে। ও ‘পুষ্পা ২’-এর জন্য সন্ধ্যা ৭টা পর্যন্ত শুটিং করত। তারপর রাত ৯টায় আমাদের ছবির শুটিং করতে আসত। সকাল সাড়ে ৬টা পর্যন্ত আমাদের শুটিং চলত। পরের দিন ফের ‘পুষ্পা ২’-এর শুটিং-এ যেত।”
অসুস্থতা নিয়েও কাজের প্রতি একাগ্রতা রেখেছেন রাশমিকা। তাই নায়িকার প্রশংসায় সালমান বলেন, “ওর পা ভেঙে গিয়েছিল। তারপরেও সে ছবির শুটিং করেছে। তাঁকে দেখে আমার নিজের কথাই মনে পড়ে যায়।”
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল