মিথ্যা সাক্ষ্য দেওয়ায় গ্রেপ্তার ম্যারাডোনার সাবেক দেহরক্ষী
Published: 27th, March 2025 GMT
আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মিথ্যা বলা ও তথ্য গোপন করার দায়ে আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক দেহরক্ষীকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। ম্যারাডোনার শেষ দিনগুলোয় তাঁর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যে আটজন, তাঁদের মধ্যে সাতজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে বিচার চলছে বুয়েনস এইরেসের সান ইসিদরো আদালতে।
আরও পড়ুন‘মেসির সিদ্ধান্ত মেসিই নেবে’—আর্জেন্টাইন অধিনায়কের ২০২৬ বিশ্বকাপে খেলা না–খেলা নিয়ে স্কালোনি৪ ঘণ্টা আগেকোকেন ও মদ্যপানে আসক্ত ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর না–ফেরার দেশে পাড়ি জমান। বুয়েনস এইরেসের এক অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তির।
কৌঁসুলিদের অফিস থেকে মঙ্গলবার অনুরোধের পর সান ইসিদরোর ফৌজদারি আদালত ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও সিজার কোরেয়া মিথ্যা সাক্ষ্য দিয়েছেন কি না, তা তদন্ত করার নির্দেশ দেন। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
শুনানি শেষে আদালত প্রাঙ্গন ছাড়ার সময় ফ্রেমবন্দী ম্যারাডোনার মেয়ে জানা ম্যারাডোনা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অপেক্ষায় সৌমি
শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।
সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে।