নড়াইলে ৩ শহীদ পরিবারে তারেক রহমানের ঈদ উপহার
Published: 27th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নড়াইলে শহীদ তিন পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার সামগ্রী ও অর্থ সহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৭মার্চ) দুপুরে শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের কাছে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
জেলা বিএনপির কার্যালয়ে শহীদ সালাউদ্দিন সুমন, শহীদ সাঈদ মিথুন মোরশেদ ও শহীদ রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করা হয়। উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ সালাউদ্দিন সুমনের ভাই মিন্টু আহমেদ।
উপহার সামগ্রী নিয়ে নড়াইলে আসেন জিয়া ফাউন্ডেশনের ডা.
এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবু প্রমুখ।
ঢাকা/শরিফুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ব র রহম ন
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
আরো পড়ুন:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ