বরিশালে আদালত চত্বরে ছাত্রদল নেতার নেতৃত্বে ২ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
Published: 27th, March 2025 GMT
বরিশালে আদালত চত্বরে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার পাশাপাশি তাঁদের বহনকারী মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
হামলার শিকার এন আমীন রাসেল ও মনিরুল ইসলাম বরিশালের স্থানীয় দুটি দৈনিক পত্রিকার সাংবাদিক। তাঁদের বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন স্থানীয় সাংবাদিকেরা। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সোহেল রাঢ়ী।
ভুক্তভোগী সাংবাদিক এন আমীন রাসেল জানান, তাঁরা আদালত চত্বরে একটি মামলার আসামিদের অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আদালত এলাকায় যান। খবর সংগ্রহ শেষে মোটরসাইকেলে ফেরার সময় জেলা ও দায়রা জজ আদালতের ফটকের সামনে তাঁদের ওপর অতর্কিতে হামলা করা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
ভুক্তভোগী দুই সাংবাদিকের অভিযোগ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর আকস্মিক হামলা করেন এবং ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মারধর করতে থাকেন। পরে তাঁদের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী। তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।’
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকেরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন এবং তাঁরা আদালত–সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ সড়কে বসে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে সাংবাদিকেরা সড়ক থেকে সরে যান।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। বিবৃতিতে তাঁরা বলেন, আদালত চত্বরে দায়িত্ব পালন করে ফেরার পথে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি বর্বরোচিত ও নিন্দার অযোগ্য। এটা স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত। তাঁরা অবিলম্বে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রশাসন ও রাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছেন।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল বর শ ল র ওপর এ ঘটন
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’