বন্দরে দ্রুতগামী স্বদেশ পরিবহনের  বাস চাপায় আতাউর রহমান (৪৫) নামে এক পথচারি নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৭ মার্চ)  সকালে বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ  ঘটনা ঘটে।  নিহত আতাউর রহমান জাঙ্গাল এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি  আব্দুল মোনয়েম লিমিটেড গোডাউনে হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে আসছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ দিয়ে একজন পথচারি হেঁটে যাচ্ছিল।  ওই সময় স্বদেশ পরিবহনের একটি বাস পেছন দিকে দিয়ে চাপা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও  স্বজনরা তাকে মুর্মুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবার সূত্রে  জানান,   আতাউর রহমান  প্রতিদিনের ন্যায়  বৃহস্পতিবার সকালে হেঁটে ডিউটি যাচ্ছিলেন। আব্দুল মোনয়েম লিমিটেড গেইটের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দেয়।

এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।  বিকালে চিকিৎসাধীন মারা যায় তিনি। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের ঘনিরামপুর বেলতলি পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেল আরোহী নিহত হন এবং বিকেলে পীরগাছায় নিহত হন ট্রলিচালক। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে ২ জন তারাগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বেলতলি পেট্রোল পাম্পের কাছে গেলে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেলের চালক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে আশপাশের লোকজন এসে আহত ব্যক্তিকে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

নিহত ব্যক্তির নাম মহুবার রহমান (৫৫)। তার বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীরপার গ্রামে। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরিফুল ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে, রোববার বিকেলে পীরগাছা উপজেলার সুখানপুকুর ব্রিজের কাছে চাল বোঝাই ট্রলি উল্টে চালক নয়ন মিয়ার (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। ট্রলিচালক নয়ন মিয়া ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, উপজেলা খাদ্যগুদাম থেকে ইটাকুমারী ইউনিয়নের ডিলার আব্দুর রাজ্জাকের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পরিবহন করছিলেন চালক নয়ন মিয়া। তিনি সুখানপুকুর ব্রিজের কাছে আসলে হঠাৎ করে ট্রলির পেছনের দুটি চাকার মধ্যে এক্সেল ভেঙে যায়। এ সময় ট্রলিটি উল্টে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং নয়ন মিয়া ট্রলি ও গাছের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

সম্পর্কিত নিবন্ধ