শ্রমিকদের বকেয়া মজুরি ও ঈদ বোনাস দেওয়ার দাবি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের
Published: 27th, March 2025 GMT
করোনা মহামারির সময় প্রণোদনা বাবদ সরকার ১ লাখ ৫০ হাজার কোটি টাকা কারখানামালিকদের দিলেও শ্রমিকেরা তা পাননি। এই প্রণোদনার অর্থ কোথায়, কীভাবে ব্যয় হয়েছে তা জানতে চেয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। তারা অবিলম্বে শ্রমিকদের বকেয়া মজুরি, চলতি মাসের মজুরিসহ ঈদ বোনাস দেওয়ার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে টাফের সভাপতি ফয়জুল হাকিম ও সাধারণ সম্পাদক আমীর আব্বাস এ দাবি জানান। বিবৃতিতে শ্রমিকদের মজুরিসহ ন্যায্য পাওনা বকেয়া রাখার ছলচাতুরী বন্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রণোদনার অর্থের হিসাব নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মালিকেরা যেমন শ্রমিকদের মজুরি বকেয়া রেখেছেন, তেমনি ব্যাংকঋণ ও গ্যাস–বিদ্যুৎ বিলের টাকাও বকেয়া রেখেছেন। এ ছাড়া কারখানাগুলোতে বাধ্যতামূলকভাবে প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র দেওয়া, বাজারদরের সঙ্গে সংগতি রেখে মজুরি নির্ধারণ এবং সপ্তাহ শেষে শ্রমিকদের পাওনা মজুরি প্রদানের দাবি জানানো হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।
আরো পড়ুন:
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”
ঢাকা/কাওছার/মাসুদ