ভিস্তানেক্স হোল্ডিংস লিমিটেড (ভিএইচএল) আনুষ্ঠানিকভাবে রিয়েল এস্টেট বা আবাসন খাতে প্রবেশ করেছে। সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব কার্যালয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিটি এই ঘোষণা দেয়।

এ সময় ভিএইচএলের লোগো উন্মোচন করেন কোম্পানিটির চেয়ারম্যান মো. শরীফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ আসিফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক আবু আল মোতালিব রাজু, রাজিব রায়হান, শেখ আশিকুর রহমান, ব্যবসায়িক ইউনিটের প্রধান, নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য অতিথি।

ভিএইচএল আবাসন খাতে উদ্ভাবনী, টেকসই ও গ্রাহককেন্দ্রিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক, দক্ষ, যুগোপযোগী ও পরিবেশবান্ধব আবাসনের চাহিদা দিন দিন বাড়ছে, ভিএইচএল সেই চাহিদা পূরণের লক্ষ্যে এমন প্রকল্প নিয়ে আসছে, যা আধুনিক জীবনধারার প্রয়োজনীয়তা পূরণসহ নিশ্চিত করবে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা। যারা আবাসিক বা বাণিজ্যিক ভবন নির্মাণে উচ্চ মানের উপকরণ ব্যবহার করতে চান এবং সময়মতো প্রকল্প হস্তান্তর বা নিখুঁত নির্মাণশৈলী নিয়ে ভাবেন, ভিএইচএল তাদের সেবা দিতে চায়।

অনুষ্ঠানে ভিএইচএলের চেয়ারম্যান মো.

শরীফুল আলম বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল আবাসন নির্মাণ নয়, বরং পরিবেশবান্ধব ও টেকসই সমাধান নিয়ে আসা। আমরা প্রকল্পগুলোর মাধ্যমে আবাসন শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করতে চাই, যেখানে গ্রাহকের স্বপ্নপূরণের পাশাপাশি প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা হবে।’

ভিএইচএলের নতুন যাত্রা দেশের আবাসন শিল্পে নতুন মাত্রা যোগ করবে। পরিবেশবান্ধব, জ্বালানিবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসন তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আবাসন খাতে নতুন মানদণ্ড স্থাপন করবে। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব শ

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ