রাজধানীর বনানীতি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেছে। এ ঘটনায় বাসটিতে থাকা ৪২ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৬টার বনানী আর্মি স্টেডিয়াম ও নৌবাহিনীর হেডকোয়ার্টারের মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটে। 

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীনরা হলেন- রাশেদা( ২৮), লাকি আক্তার (৩৫), পারভিন বেগম (৩৪), নিলুফা আক্তার (৩০), হোসনেয়ারা (৩৫) ও রাশেদা আক্তার (৩১)। তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৩০ হাজার টাকা জরিমানা

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া ফয়সাল আহমেদ বলেন, “আহত নারী শ্রমিকরা গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পূর্বাচল অ্যাপারেল লিমিটেডে নামে পোকাশ কারখানায় কাজ করেন। আজ ভোরে ডিউটি শেষে তারা ঢাকায় ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি আর্মি স্টেডিয়াম ও নৌবাহিনীর মাঝামাঝি স্থানে উল্টে যায়। আমরা খবর পেয়ে আহতদের কুর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর সাতজনকে ঢাকা মেডিকেল চিকিৎসার জন্য আনা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন।”

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “বনানীতে পোশাক শ্রমিকদের বাস উল্টে আহত সাতজন শ্রমিককে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শ্রমিকদের কারো মাথায়, কারো শরীরে ও পায়ে-হাতে জখমের চিহ্ন  রয়েছে। তাদের চিকিৎসা চলমান। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, বনানীতে বাস দুর্ঘটনায় ৪২ জন আহত হন।

ঢাকা/মাকসুদ, বুলবুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত বন ন ত

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা
  • জয়পুরহাটে সম্মেলন পণ্ডের ঘটনায় ছাত্রদলের নেতাসহ সাতজনকে বহিষ্কার
  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
  • বরিশালে বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার ৭
  • চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে ধাওয়া দিয়ে ৭ জনকে গ্রেপ্তার