জনপ্রিয় তারকাদের নিয়ে এটিভি ইউএসএ’র ঈদ আয়োজন
Published: 28th, March 2025 GMT
ঈদুল ফিতরে প্রতি বছরই দেশের টিভি চ্যানেলগুলো সেজে ওঠে বর্ণাঢ্য আয়োজনে। অনেক দর্শক ছুটির দিনগুলোতে সময় কাটায় সে সব অনুষ্ঠান দেখে। তবে এবার দেশের চ্যানেলের পাশাপাশি বিদেশে গড়ে ওঠা একটি টিভি চ্যানেলও ঈদ উপলক্ষে আয়োজন করেছে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত ‘এটিভি ইউএসএ’র ঈদ আয়োজনে থাকছে বিনোদন, উৎসবের উচ্ছ্বাস আর আনন্দের ঝলক।
এটিভি ইউএসএ'র পর্দায় ঈদের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে তিনটি নতুন নাটক। ঈদের দিন প্রচার হবে ইশতিয়াক আহমেদের রচনা ও পরিচালনায় ‘’। টেলিফিল্মটির মাধ্যমে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন সাদিয়া জাহান প্রভা। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান।
জাকির হোসেন উজ্জলের রচনা আরেফিন আলম ও তানভীর আল হাসানের পরিচালনায় কমেডি ড্রামা ‘আত্মশুদ্ধি’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন। এতে অভিনয় করেছেন শামীম জামান, আখম হাসান, অহনা রহমান, আইনুন পুতুলসহ অনেকে।
ঈদের তৃতীয় দিন প্রচার হবে তানভীর তারেক এর রচনা ও পরিচালনায় ‘ফাঁদের প্রেমে’ নাটকটি। এতে অভিনয় করেছেন সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমান, আনোয়ার হোসেন, শাহ আলম দুলাল, রুমা দুলাল, রাজসহ আরো অনেকে।
তানভীর তারেকের সঞ্চালনায় 'আড্ডা উইথ তানভীর তারেক' অনুষ্ঠানটি দেখবেন ঈদের দিন ও পরের দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা শামীম শাহেদ, জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ।
এছাড়া ঈদ আয়োজনে থাকছে এটিভি ইউএসএ'র সবথেকে জনপ্রিয় শো ‘এভিনিউ টু সাকসেস’-এর বিশেষ অনুষ্ঠান। যার প্রথমটিতে আকাশ রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে থাকছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় এই অভিনেত্রীর জীবনের রঙিন অধ্যায়, সাফল্যের সিক্রেট জানবেন এটিভি ইউএসএ-র পর্দায়, ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায়!
বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর সুর-গল্পে গাঁথা আর আকাশ রহমানের মনোমুগ্ধকর উপস্থাপনায় থাকছে ‘এভিনিউ টু সাকসেস’-এর আরেকটি পর্ব। যেখানে ফুটে উঠবে সামিনা চৌধুরীর সংগীতের মাধুর্য ও জীবনের স্মৃতিমধুর অধ্যায়। সুর, সঙ্গীত ও গল্পের মেলবন্ধনে হারিয়ে যেতে চোখ রাখুন এটিভি ইউএসএ'র পর্দায়। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮ টায়।
এর বাইরে ঈদ আয়োজনে থাকছে গ্ল্যামার ওয়ার্ল্ড, সিনেমার গানসহ আরো অনেক অনুষ্ঠান। ঈদ আয়োজনে এটিভি ইউএসএর এই আয়োজন প্রসঙ্গে চ্যানেলটির কর্নধার আকাশ রহমান বলেন, ‘আমরা এখন এই যুগে মূলত একটি গ্লোবাল ভিলেজে বাস করি। তাই আমাদের যে কোনো কাজ এই সময়ে সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্যই নির্মান করতে হয়। সেই লক্ষে আমাদের প্রথম ঈদ আয়োজনে আমরা মানসম্পন্ন কিছু অনুষ্ঠান করার চেষ্টা করেছি।’
  
উৎস: Samakal
কীওয়ার্ড: অন ষ ঠ ন জনপ র য় ঈদ র দ
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’